বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

ড. আবদুল করিমের ১৪ তম মৃত্যু বার্ষিকী পালিত : ” মধ্যযুগের বাংলার ইতিহাস গবেষণায় ড. আবদুল করিমের অবদান অপরিসীম “

  প্রকাশ : ২০২১-০৭-২৫ ১৬:৩০:১৯  

পরিস্হিতি ২৪ডটকম : চট্টগ্রামের কৃতিপুরুষ, শিক্ষাবিদ, ইতিহাসবিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. আবদুল করিমের ১৪ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ২৪ জুলাই ২০২১ বাদে জোহর হযরত খাজা গরীবুল্লাহ শাহ( রাহঃ) মাজার সংলগ্ন এলাকায় ড. আবদুল করিম স্যারের কবর জিয়ারত, কোরআন পাঠ, দোয়া,ফাতেহা,বিশেষ মুনাজাত ও সংক্ষিপ্ত আলোচনা চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি ইতিহাসবেত্তা সোহেল ফখরুদ-দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। দোয়া ও বিশেষ মোনাজাত করেন বাংলাদেশ জাতীয় দরগাহ মাজার সংস্কার সংরক্ষণ কমিটির সভাপতি মাওলানা রেজাউল করিম তালুকদার। উপস্থিত ছিলেন কাজী মোহাম্মদ আরফাত হোসেন রশিদাবাদি, ব্যাংকার লায়ন দুলাল বড়ুয়া, হাফেজ আবদুল্লাহ, নজরুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ সিরাজুল ইসলাম চৌধুরী প্রমুখ। ড. আবদুল করিম স্যারের ১৪ তম মৃত্যু বার্ষিকীতে বক্তারা বলেছেন, মধ্যযুগের বাংলার ইতিহাস গবেষণায় অধ্যাপক ড. আবদুল করিমের অবদান অপরিসীম । ইতিহাসবেত্তা, মধ্যযুগের বাংলার ইতিহাসের গবেষক। ধ্রুপদী আরবি ও ফার্সি ভাষায় দক্ষ ইতিহাস গবেষকদের মধ্যে তিনি অন্যতম ছিলেন । এ জ্ঞানের মাধ্যমে ড.আবদুল করিম ইতিহাসের মূল উৎস অনুসন্ধান করেছেন যা মধ্যযুগের বাংলার ইতিহাসকে সমৃদ্ধ করেছে। তিনি মুদ্রা ও শিলালিপি নিয়ে গভীর অধ্যয়ন করেন এবং মুসলিম লিপিকলা ও মুদ্রাবিদ্যা আয়ত্ত করেন। তাঁর এ গবেষণার মাধ্যমে তিনি যেমন মৌলিক অবদান রাখতে সক্ষম হয়েছেন তেমনি মধ্যযুগের বাংলার ইতিহাসের নতুন নতুন গবেষণার ক্ষেত্র উন্মুক্ত করে দিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা