বাংলাদেশ, , শনিবার, ৪ মে ২০২৪

জ্যোতি ফোরামের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন

  প্রকাশ : ২০১৯-১০-২১ ২০:১৫:৫৩  

পরিস্হিতি২৪ডটকম : মাইজভান্ডারী আদর্শবাহী ছাত্র ও যুব সংগঠন জ্যোতি ফোরাম কেন্দ্রীয় পর্ষদের ব্যবস্থাপনায় বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.)’র ৩১তম পবিত্র ওরশ শরীফ উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ১৮ অক্টোবর ২০১৯ শুক্রবার সকাল ১০ টায় ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে সাংগঠনিক সম্পাদক নেওয়াজ শাহরিয়ার আসিফের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি পূবালী ব্যাংক লিঃ এর উর্দ্ধতন কর্মকর্তা সৈয়দ শফিউল আজিম সুমন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মাইজভান্ডারী গবেষক ও লেখক মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সদস্য, জ্যোতি ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মো. শাহেদ আলী চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৭তম বিসিএস এর পুলিশ ক্যাডার, ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্স এর সহকারী পুলিশ সুপার মো. ইমরুল হাসান এবং ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স এর কর্মকর্তা ফখরুল ইসলাম চৌধুরী। পবিত্র কোরআন তেলাওয়াত ও মাইজভান্ডারী শের পরিবেশনের পর স্বাগত বক্তৃতা প্রদান করেন সংগঠনের সহ-সভাপতি জয়নুল আবেদিন তাওরাত এবং সংগঠনের সামগ্রিক বিষয়ের উপর বক্তৃতা রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি, ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সৈয়দ গোফরান উদ্দিন। পরবর্তীতে আমন্ত্রিত অতিথিবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করেন। এ সময় বিশেষ অতিথি এএসপি ইমরুল হাসান জ্যোতি ফোরামের এই কর্মসূচির ভূয়সী প্রশংসা করে বলেন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে শুরু করে সমাজের রন্ধ্রে রন্ধ্রে যখন নৈতিক অবক্ষয়ের করুণ গল্প শুনি তখন সমাজের একদল ছাত্রসমাজ ধর্ম ও আধ্যাত্মিকতার বলয়ে থেকে ছাত্রসমাজের মঝে যখন মানবতার বার্তা ছড়ায়, মহানুভবতার শিক্ষা দেয় মূলত সেটায় প্রকৃত শিক্ষা। প্রকৃত শিক্ষা ছাত্রসমাজের কাছে পৌঁছে দিতে এই ধরনের কর্মসূচি অভিনব ভূমিকা পালন করে। পরবর্তীতে প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, হযরত গাউসুল আজম মাইজভান্ডারী (ক.) কর্তৃক প্রবর্তিত বাংলার জমিনে একমাত্র ত্বরিকা ত্বরিকায়ে মাইজভান্ডারীয়ার নীতি, আদর্শ ও বিশ্বমানবতার কল্যাণের বার্তা বিশ্বঅলির স্থলাভিষিক্ত মওলা হুজুর রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী (ম.) কেবলা কাবা মানবতার যে মিশন এবং বার্তা সমাজে পৌঁছে দিচ্ছে তারই নীতি আদর্শ ধারণের মধ্য দিয়ে মানবতার কাজে অংশগ্রহণ করার একটি আদর্শিক প্লাটফর্ম এর নাম জ্যোতি ফোরাম। পরবর্তীতে কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের মধ্যে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ৩ জনকে প্রথম বিভাগে, ৭ জনকে ২য় বিভাগে, ৫০ জনকে ৩য় বিভাগে এবং এর পরবর্তী ২৪০ জনকে ৪র্থ বিভাগে সর্বমোট ৩০০ শিার্থীকে বাংলা একাডেমির পূর্ণাঙ্গ বাংলা অভিধান, গাউসুল আজম মাইজভান্ডারী (ক.)’র জীবনী, রিসালাতুন নাজাত গ্রন্থ, কলম, স্কেলসহ বিভিন্ন প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী পুরষ্কার হিসেবে প্রদান করা হয়। পরবর্তীতে সভাপতি সমাপনী বক্তৃতা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফটিকছড়ি পৌরসভার সহকারী হিসাব কর্মকর্তা কাজী মাহাবুবুল আলম, সংগঠনের উপদেষ্টা দৈনিক সুপ্রভাত এর সিনিয়র রিপোর্টার সাংবাদিক মো. রফিক, মো. নুরুল আনোয়ার, আবু শাহাদাত সায়েম সুমন, মো. কামাল উদ্দিন, বাবু সেন, ডা. পঞ্চানন দাশগুপ্ত, মো আজম, এহসান উল্লাহ, বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, মো. কামরুল ইসলাম রাফি, সুবির দে লিটন, সংগঠনের কর্মকর্তা মিজান শাহরিয়ার নিশাত, কামরুল হুদা ইপু, মো. ইব্রাহীম, নোমান মাসুম, মাসুদুল করিম মুরাদ, অনিক, পারভেজ, সাগরসহ প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা