বাংলাদেশ, , রোববার, ২৮ এপ্রিল ২০২৪

জিয়া উদ্দিন আহমেদ বাবলু চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন থেকে সরে দাঁড়ালেন

  প্রকাশ : ২০১৯-১২-২২ ১৮:৩৬:২০  

পরিস্হিতি২৪ডটকম : আসন্ন জাতীয় কাউন্সিল সামনে রেখে চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি। দলের নীতিনির্ধারকদের পরামর্শক্রমে দলীয় মনোনীত প্রার্থী জিয়া উদ্দিন আহমেদ বাবলুকে প্রার্থিতা প্রত্যাহারের জন্য নির্দেশ দিয়েছেন পার্টি চেয়ারম্যান।

রোববার (২২ ডিসেম্বর) জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সম্মেলন সফল করার জন্য জিয়া উদ্দিন আহমেদ বাবলুকে ইতোপূর্বে গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে। পার্টি মনে করে, এই মুহূর্তে উপনির্বাচনে অংশগ্রহণের চেয়ে সংগঠনকে শক্তিশালী করার দিকে প্রত্যেক নেতাকে বেশি দায়িত্বশীল হতে হবে। সেটি বিবেচনায় পার্টি এই মুহূর্তে চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য, গত ৭ নভেম্বর জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সভাপতি মইন উদ্দীন খান বাদলের মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করা হয়। এ আসনে আগামী ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে উপনির্বাচন।



ফেইসবুকে আমরা