বাংলাদেশ, , শনিবার, ৪ মে ২০২৪

জাতীয় মানবাধিকার ইউনিটি চট্টগ্রাম বিভাগ ও মহানগর শাখার যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত

  প্রকাশ : ২০২০-০২-১৫ ১৭:৪২:০১  

পরিস্হিতি২৪ডটকম : জাতীয় মানবাধিকার ইউনিটি চট্টগ্রাম বিভাগ ও মহানগরের যৌথ সমন্বয় সভা গত ১৩ ফেব্রুয়ারি বিকাল ৪টায় নগরীর আর.এফ পুলিশ প্লাজাস্থ কার্যালয়ে বিভাগীয় শাখার সভাপতি মোহাম্মদ হাসান মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক স. ম. জিয়াউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হোসেন, সহ-সভাপতি নুরুল ইসলাম বাবু, সাথী কামাল, মহানগর শাখার সহ-সাংগঠনিক সম্পাদক সুরেশ দাশ, সহকারী পরিদর্শক ও সহ-মহিলা সম্পাদক মাসুমা কামাল আঁখি।
সভায় বক্তারা বলেন, মানবাধিকার সংরক্ষণে ও মানবাধিকার উন্নয়নে সকল মানবাধিকার কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যেখানে মানবাধিকারের লঙ্ঘন সেখানে মানবাধিকার কর্মীদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হয়, আগামী ২২ ফেব্রুয়ারি বিকাল ৪টায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আলোচনা সভা এবং সন্ধ্যা ৭টায় মহানগর শাখার সহ-সাংগঠনিক সম্পাদক সুরেশ দাশ ও সহ-মহিলা সম্পাদক চট্টগ্রাম দক্ষিণ জেলা মৎস্যজীবী লীগের নবগঠিত কমিটিতে সংযুক্ত হওয়ায় চট্টগ্রাম বিভাগ, জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে তাঁদেরকে সংবর্ধনা দেওয়ার।
সভায় আরো বক্তব্য রাখেন মোরা পত্র লেখক সমাজ (মোপলেস)’র সভাপতি কবি সজল দাশ, শিল্পী হানিফ চৌধুরী, সমাজসেবী গোলাম রহমান, সঞ্জয় সরকার, অরূপ বড়ুয়া, নুরুল ইসলাম, ব্রান্ডিং বাংলাদেশের মডেল লিজা আকতার রুমি প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা