বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

চরতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালন

  প্রকাশ : ২০২০-০৮-১৭ ১৬:৫৬:২৬  

পরিস্হিতি২৪ডটকম : সাতকানিয়া উপজেলার চরতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়।
সকালে জাতীয় পতাকা অর্ধ নমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। এরপর বিদ্যালয় পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রোকনুজ্জামান মুন্না ও প্রধান শিক্ষক মোঃ কামাল উদ্দিন এর নেতৃত্বে পরিচালনা পরিষদ সদস্য ও শিক্ষক শিক্ষিকা মন্ডলী কর্তৃক জাতীর পিতার প্রতিকৃতিতে পুষ্প মাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। সবশেষে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৯৭৫ সালের ১৫ আগষ্টের কাল রাত্রিতে ঘাতকের গুলিতে নির্মম ভাবে নিহত সকলের আত্নার মাগফেরাত কামনায় ও বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সুসাস্থ্য ও দীর্ঘ্যায়ু কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল করা হয়। এতে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবু সালেহ, বিদ্যালয় পরিচালনা পরিষদের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নেজাম উদ্দিন সিকদার, বিদ্যালয় পরিচালনা পরিষদ সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফিরোজ, বিদ্যালয় পরিচালনা পরিষদ সদস্য জন্নাতুল ফেরদৌস, সম্মানিত অভিভাবক আবু জাফর সিকদার, নজরুল ইসলাম, আবু সালেহ, শিক্ষক রাবেয়া মমতাজ, পারভিন আক্তার, নার্গিস আক্তার, আসমাউল সালমা, অমির শুক্লা দাশ, খন্ড কালিন শিক্ষক কানিজ আক্তার, অফিস সহায়ক তৌহিদুল ইসলাম সাইমন প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা