বাংলাদেশ, , বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

চন্দনাইশ বৈলতলীতে হিলফুল ফুযুল পাঠাগারের পুরষ্কার ও শিক্ষা সামগ্রী বিতরণ

  প্রকাশ : ২০১৯-০১-২৮ ২০:৩৪:৫৭  

পরিস্হিতি২৪ডটকম : চন্দনাইশের উপজেলার বৈলতলী হিলফুল ফুযুল পাঠাগারের উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক ও উৎসাহমূলক কুইজ প্রতিযোগিতার পুরস্কার এবং বিভিন্ন বিদ্যালয়ের গরিব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান ২৬ জানুয়ারি শনিবার বৈলতলী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সভাপতি মোঃ সেলিমুর রশিদ ভূইয়ার সভাপতিত্বে ও পরিচালক মোঃ খোরশেদুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপদেষ্টা কাজী মাওলানা মামুনুর রশিদ, মোঃ আবদুর রশিদ, পরিচালনা পরিষদ সদস্য মাওলানা নাছির উদ্দীন, মাওলানা আবু তৈয়ব, শহিদুল ইসলাম, সাইফুদ্দিন, সহযোগী সদস্য শাহাজান মুন্না, মোঃ লোকমান, তসলিম উদ্দীন প্রমুখ। এছাড়াও অতিথি আলোচক ছিলেন বরমা উন্নতমান সরকারি প্রাথমিক বিদ্যালয় পিটিএ সভাপতি সৈয়দ শিবলী ছাদেক কফিল, এমাজ উদ্দিন চৌধুরী, সায়েদুর রহমান প্রমুখ। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল কাশেম।
অনুষ্ঠানে নাত, হামদ, কোরআন তেলাওয়াত, কুইজসহ ২০টি ইভেন্টের প্রতিযোগিতায় ৬০ জন বিজয়ীকে পুরস্কার এবং ২০টি স্কুল-মাদরাসার ২০০ জন গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীকে শিক্ষা উপকরণ প্রদান করা হয়।
প্রেসবিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা