বাংলাদেশ, , শুক্রবার, ৩ মে ২০২৪

চট্টগ্রাম জেলা প্রশাসক নিজেই নামলেন মশক নিধনে

  প্রকাশ : ২০১৯-০৭-২৯ ১৭:১২:৪৭  

পরিস্হিতি২৪ডটকম : ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি চট্টগ্রামে মশক নিধন কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন।

সোমবার (২৯ জুলাই) দুপুরে নগরের আউটার স্টেডিয়াম সংলগ্ন এলাকায় এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন।

মশক নিধন কর্মসূচির অংশ হিসেবে আউটার স্টেডিয়াম সংলগ্ন এলাকায় ক্যামিক্যাল স্প্রে এবং ব্লিচ পাউডার ছিটানোসহ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন তিনি।

এর আগে সকালে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে ‍র‌্যালি বের করা হয়। বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নানের নেতৃত্বে ‍র‌্যালিতে নগরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে ডিসি মো. ইলিয়াস হোসেন।এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নুরুল আলম নিজামী, স্থানীয় সরকারের বিভাগীয় পরিচালক দীপক চক্রবর্ত্তীসহ বিভাগীয় ও জেলা প্রশাসন, স্বাস্থ্য অধিদফতর, সিটি করপোরেশন, ফায়ার স্টেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন জানিয়েছে, সারাদেশে ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমবর্ধমান হারে বাড়তে থাকায় ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা বাড়াতে চট্টগ্রামে ‍র‌্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্যোগ নেয়া হয়েছে।

এ কর্মসূচির অংশ হিসেবে নগর ছাড়াও চট্টগ্রামের ১৫টি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) ‍র‌্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।



ফেইসবুকে আমরা