বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২ মে ২০২৪

চট্টগ্রামে নজরুল স্মৃতিবিজড়িত স্থানগুলো সংরক্ষণপূর্বক প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান

  প্রকাশ : ২০১৯-০৮-২৯ ১৯:২২:৩৪  

পরিস্হিতি২৪ডটকম : বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলে বাংলাদেশ-ভারত-নেপাল ইতিহাস মঞ্চ আয়োজিত নজরুল সাহিত্য আলোচনা ২৯ আগস্ট বিকেলে চট্টগ্রাম নগরীর পুরাতন চান্দগাঁওস্থ চট্টগ্রাম নটরডেম স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। ইতিহাস মঞ্চের উপদেষ্টা ও চট্টগ্রাম নটরডেম কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. হোসেন মুরাদের সভাপতিত্বে নজরুলবিষয়ক এই সাহিত্য আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট গীতিকার, সুরকার, মুক্তিযোদ্ধা ও কবি জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও ইতিহাস মঞ্চের কেন্দ্রীয় সভাপতি ডা. এম এ মুক্তাদীর। স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট ইতিহাস গবেষক ও বাংলাদেশ-ভারত-নেপাল ইতিহাস মঞ্চের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সোহেল মো. ফখরুদ-দীন। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট প্রাবন্ধিক এ কে এম আবু ইউসুফ, প্রবীণ সাংবাদিক মোহাম্মদ সাইফুদ্দিন, নজরুল গবেষক ও আলোকচিত্রী ওসমান জাহাঙ্গীর, বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল এসোসিয়েশনের সভাপতি ডা. মোহাম্মদ জামাল উদ্দিন, শিক্ষাবিদ মাওলানা আনোয়ারুল ইসলাম, জোবেদা সুলতানা লাকী, উপাধ্যক্ষ আবুল কাশেম, শিক্ষাবিদ জিটন গুপ্ত, নবীর হোসেন, রেবেকা সুলতানা, মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ সিরাজুল ইসলাম, কাজী তৌহিদ নেওয়াজ, অধ্যাপক দিদারুল আলম, উদয়ন বড়ুয়া প্রমুখ। সভার শুরুতে নজরুলের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। সভায় বক্তারা বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাধিকবার চট্টগ্রামে আগমন করেছেন। চট্টগ্রামের অনেক সভায় তিনি বক্তব্য রেখেছেন। সংবর্ধিত হয়েছেন। তাঁর অভিভাষণ আমাদের জন্য একটি ঐতিহাসিক দলিল। জাতীয় কবির স্মৃতিবিজড়িত চট্টগ্রামের স্থান ও স্থাপনাগুলো সংরণপূর্বক এর ইতিহাসগুলো বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান করা হয়। সভায় বক্তারা অরো বলেছেন, চট্টগ্রামের ঐতিহাসিক পতেঙ্গা সমুদ্র সৈকতে কবি নজরুল এসেছিলেন। কর্ণফুলী নদী ভ্রমণ করেছেন। কর্ণফুলী নদীর মোহনায় ও পতেঙ্গা সমুদ্র সৈকতে জাতীয় কবির স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য সৈকত এলাকায় নজরুল স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য দাবি জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা