বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২ মে ২০২৪

চট্টগ্রামে কৈশোরবান্ধব স্বাস্থ্য সেবা বিষয়ক মাল্টিসেক্টরাল কর্মশালা সম্পন্ন

  প্রকাশ : ২০২২-০৪-২৫ ১৬:২৭:১৬  

পরিস্হিতি২৪ডটকম : পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ- সার্ভিসেস ইউনিটের মাল্টিসেক্টরাল কর্মশালা ২৪ এপ্রিল রোববার বিকেলে চট্টগ্রাম জিইসি স্কয়ারস্থ বিএমএ ভবন মিলনায়তনে সম্পন্ন হয়। এতে চট্টগ্রাম জেলার স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, সরকারি-বেসরকারি এবং কিশোর-কিশোরী প্রতিনিধি, ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং জেলা-উপজেলার বিভিন্ন পর্যায়ের স্টেকহোল্ডারদের সমন্বয়ে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক সুব্রত কুমার চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) মো. হাবিবুর রহমান। মডারেটর ছিলেন এমসিএইচ-সার্ভিসেস পরিচালক ও লাইন ডিরেক্টর ডা. মাহমুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সাহানা চৌধুরী, স্বাস্থ্য ও প.প মন্ত্রণালয়ের উপ-সচিব রফিকুল ইসলাম, বিএমএ চট্টগ্রামের সভাপতি অধ্যাপক ডা. মুজিবুল হক খান, সেক্রেটারি ডা. ফয়সাল ইকবাল চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত আলোচক ছিলেন উপ-পরিচালক (এমসিএইচ সার্ভিসেস) ডা. ফরিদ উদ্দিন আহম্মদ, প্রোগ্রাম ম্যানেজার ডা. মো. মনজুর হোসেন, ওজিএসবি সভাপতি অধ্যাপক ডা. কামরুন্নাহার, সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. শর্মিলা বড়–য়া। স্বাগত বক্তব্য দেন সহকারি পরিচালক (সিসি) ডা. সেহেলী নার্গিস। সঞ্চালনা করেন ডা. সোমা চৌধুরী। মুক্ত আলোচনায় আনসার-ভিডিপি, মহিলা বিষয়ক অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, ইসলামিক ফাউন্ডেশন, গণমাধ্যম কর্মী, কিশোর-কিশোরী প্রতিনিধি অংশ নেন।
সভায় বক্তারা কৈশোর স্বাস্থ্য সেবার জন্য জাতীয় হতে তৃণমূল পর্যায়ের স্কুলে কিশোর-কিশোরী কর্নার সেটআপ করার জন্য জোর দেন।
প্রেস বিজ্ঞপ্তি

 



ফেইসবুকে আমরা