বাংলাদেশ, , রোববার, ১৯ মে ২০২৪

কর্ণফুলী জুলধায় চক্ষু চিকিৎসা ক্যাম্প সম্পন্ন

  প্রকাশ : ২০২০-০১-০৪ ১৭:৫৬:৪৭  

পরিস্হিতি২৪ডটকম : কর্ণফুলী উপজেলার কানু মাতব্বর পাড়াস্থ জুলধা শাহ আমির উচ্চ বিদ্যললয় ও পূর্ব জুলধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতালের সৌজন্যে জুলধা হযরত শাহ্ ছুফি ছৈয়দ মোখলেছুর রহমান (রহঃ) স্মৃতি সংসদ’র ব্যবস্থাপনায় এক চক্ষু চিকিৎসা ক্যাম্প গত ২৯ ডিসেম্বর ২০১৯, রোববার সম্পন্ন হয়। হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ও বিশেষজ্ঞ চক্ষু সার্জন ডা. ওমর ফারুক এবং ডা. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ১২ জনের চিকিৎসক টিম চক্ষু চিকিৎসা ক্যাম্পে দায়িত্ব পালন করেন।
মোখলেছুর রহমান স্মৃতি সংসদের সভাপতি ইফতেখারুল আলম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জুলধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ রফিক, উদ্বোধক ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ নুরুল হক। বক্তব্য রাখেন বায়তুশ শরীফ হাসপাতালের ফিল্ড অফিসার বিশ্বজিৎ পাল, চক্ষু সার্জন ডা. ওমর ফারুক, সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, কর্ণফুলী উপজেলা এনজিও ফোরামের সেক্রেটারি মো. ওসমান হোসাইন, শাহ আমির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার দাশ, বিদ্যালয়ের দাতা আহমদ মিয়া, দাতা মোহাম্মদ তৈয়ব, বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিকিা মোছাম্মৎ তানিয়া আক্তার এশা।
দিন ব্যাপী চক্ষু চিকিৎসা ক্যাম্পে ৩০০ (দুইশত) জনের সাধারণ চিকিৎসা ও ৭০ (সত্তর) জনের চশমা পরীা এবং ৩০ (ত্রিশ) জনকে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়।
এছাড়াও ককসবাজার বায়তুশ শরফ হাসপাতালে নিয়ে ১০ (দশ) জনকে লেন্স সংযোজন করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা