পরিস্হিতি২৪ডটকম : প্রাণঘাতী করোনার তাণ্ডবে বিপর্যস্ত বিশ্ব। বাড়েই চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমন পরিস্থিতিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককসহ নয়টি প্রদেশে করোনার বিস্তার রোধে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে।
দ্য ব্যাংকক পোস্ট এক প্রতিবেদনে জানায়, শুক্রবার (৯ জুলাই) এক বৈঠক শেষে করোনা টাস্কফোর্সের সরকারি এক কর্মকর্তা এ ঘোষণা দেন। সোমবার (১২ জুলাই) থেকে কারফিউ চালু হবে।
জানা যায়, প্রতিদিন রাত ৯টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। নির্ধারিত এই সময়ে লোকজনকে ঘরে থেকেই কাজ করতে হবে, বিনা প্রয়োজনে বাইরে বের হওয়া নিষেধ।
এছাড়া সুপারমার্কেট, রেস্টুরেন্ট, ব্যাংক, ফার্মেসি ও ইলেকট্রনিক্স স্টোরস খোলা থাকতে পারলেও অন্য সব দোকান বন্ধ থাকবে। আর শপিংমলগুলো রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। পাঁচ জনের বেশি মানুষ একত্র হতে পারবেন না। আর রাত ৯টা থেকে বন্ধ থাকবে গণপরিবহন।
All right reserved poristhiti24.com 2018-2022.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত ও পরিস্থিতি২৪ডটকম লিমিটেড (রেজি. নং-১২৮৯৩১) দ্বারা পরিচালিত ।