বাংলাদেশ, , শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

করোনাভাইরাসের টিকা না নেওয়ায় চাকরি হারাচ্ছেন ইউনাইটেড এয়ারের ৫৯৩ কর্মী

  প্রকাশ : ২০২১-০৯-২৯ ১৭:৩৯:২৩  

পরিস্হিতি২৪ডটকম : করোনাভাইরাসের নীতিমালা ভঙ্গ করায় ইউনাইটেড এয়ারলাইন্সের প্রায় ছয় শতাধিক কর্মী চাকরি হারানোর শঙ্কায় পড়েছেন। এরই মধ্যে কর্তৃপক্ষের কাছে কোম্পানিটির প্রায় ৬৭ হাজার কর্মী টিকা নেওয়ার প্রমাণপত্র দিয়েছেন। কিন্তু ৫৯৩ জন কর্মী করোনা প্রতিরোধী টিকা গ্রহণে অস্বীকৃতি জানান।

শিকাগোভিত্তিক এয়ারলাইন্সটি চলতি বছরের আগস্ট থেকেই কর্মীদের কাছে করোনার নীতিমালা ও টিকার প্রয়োজনীয়তার কথা তুলে ধরছিল। যুক্তরাষ্ট্রের কর্মীদের কাছে টিকা নেওয়ার প্রমাণপত্র চায় তারা। অনলাইনে এ সংক্রান্ত ডকুমেন্ট জমা দেওয়ার সময়সীমা শেষ হয় সোমবার (২৭ সেপ্টেম্বর)।

৫৯৩ কর্মী ঠিক কী কারণে টিকা নেননি সে সম্পর্কে কোনো তথ্যও দেননি কর্তৃপক্ষের কাছে। ফলে তারা এখন তারা চাকরি হারানোর ঝুঁকির মধ্যে রয়েছেন।

ইউনাইটেডের কর্তৃপক্ষ জানিয়েছে, সব নিয়ম-কানুন মেনেই তাদের চাকরিচ্যুত করা হবে। তবে সমস্ত প্রক্রিয়া শেষ হতে কয়েক সপ্তাহ বা মাস লেগে যাবে।

কোম্পানির প্রধান নির্বাহী স্কট কিরবি ও প্রেসিডেন্ট ব্রেট হার্ট মঙ্গলবার জানান, যুক্তরাষ্ট্রের কর্মীদের টিকা নেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে আমাদের যুক্তি ছিল সহজ। আমরা সবাইকে নিরাপদ রাখতে চাই। টিকা নিলেই কেবল সবাই নিরাপদ থাকবে।

তারা বলেন, এটি একটি কঠিন সিদ্ধান্ত, কিন্তু সবাইকে নিরাপদ রাখাই আমাদের প্রধান দায়িত্ব।

 

 



ফেইসবুকে আমরা