বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২ মে ২০২৪

কবি কাজী নজরুল ইসলামের ৪৩তম মৃত্যুবার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  প্রকাশ : ২০১৯-০৮-৩১ ১৭:৩৭:১২  

পরিস্হিতি২৪ডটকম : জাতীয় কবি, সাম্যের কবি কাজী নজরুল ইসলামের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ (৩১ আগস্ট, ২০১৯) সকালে কাজী নজরুল ইসলাম গবেষণা পরিষদের উদ্যোগে নগরীর চান্দগাঁও থানাস্থ কাজী ভিলায় নিজস্ব কার্যালয়ে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা কবি জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে ও সাংস্কৃতিক সংগঠক সমীরন পালের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মাসুম চৌধুরী। সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট নজরুল গবেষক এবং ফুলকলি ফুড প্রোডাক্টসের জিএম এম এ সবুর, বিশিষ্ট শিক্ষাবিদ ড. মোহাম্মদ কামাল উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আজিজ উদ্দিন, মৌলানা নিজাম উদ্দিন আশরাফী, মো. রফিকুল ইসলাম আল ফারুকী। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, নজরুলের সৃজনশীল সাহিত্য কর্মের উপর ব্যাপক গবেষণা মানুষে মানুষে ছড়িয়ে দিতে হবে। তাঁর কবিতা ও রচনায় অবয়পুষ্ট সমাজ ব্যবস্থার তীব্র বিদ্রোহ লক্ষ্য করা যায়। নজরুলের প্রচারিত সাম্যবাদ ও বৈষম্যমুক্ত মানবিক সমাজ প্রতিষ্ঠার দর্শনকে ব্যাপক আকারে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। উজ্জীবনধর্মী লেখনীর ক্ষেত্রেও নজরুলের ছিল অগ্রণী ভূমিকা।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা