বাংলাদেশ, , শুক্রবার, ৩ মে ২০২৪

গণ-অধিকার ফোরাম কর্তৃক চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকে স্মারকলিপি প্রদানের পূর্বে সমাবেশে আলহাজ্ব এরশাদ উল্লাহ :চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষের অযৌক্তিক পানির মূল্যবৃদ্ধি ৭০ লক্ষ নগরবাসী মেনে নেবে না

  প্রকাশ : ২০১৯-১০-২০ ২০:১৬:৩৯  

পরিস্হিতি২৪ডটকম : আজ ২০ অক্টোবর ২০১৯ রোজ রবিবার দুপুর ১২.৪০ মিনিটের সময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের মাধ্যমে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীকে স্মারকলিপি প্রদানের পূর্বে চট্টগ্রাম কোর্টবিল্ডিংস্থ শহীদ মিনার চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি গণ-অধিকার ফোরামের উপদেষ্টা ও বিজিএমইএ এর প্রথম সহ-সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব এরশাদ উল্লাহ বলেন, চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষের অযৌক্তিক পানির মূল্যবৃদ্ধি ৭০ লক্ষ নগরবাসী মেনে নেবে না। অবিলম্বে চট্টগ্রাম ওয়াসার বোর্ড সভায় পানির মূল্যবৃদ্ধির প্রস্তাব প্রত্যাহার করে জনগণকে ৬২% বর্ধিত মূল্যের গ্যাড়াকল থেকে রেহাই দিন। চট্টগ্রামে বসবাসরত অধিকাংশ মানুষ দরিদ্রসীমার নিচে বসবাস করে। ইতিমধ্যে গ্যাস, বিদ্যুৎ ও অন্যান্য সেবা সংস্থা সমূহের বর্ধিত মূল্যের চাপে নগরবাসী দিশেহারা।

ফোরামের মহাসচিব এম.এ হাশেম রাজু বলেন, ওয়াসার সেবার মান অত্যন্ত নিচু। অনেক এলাকায় দুর্গদ্ধ ও ময়লাযুক্ত পানি সরবরাহ দেয় ওয়াসা, ফলে নগরবাসী বিভিন্ন রোগে আক্রান্ত, এছাড়াও উন্নয়নের নামে শহরের অধিকাংশ এলাকায় উন্নয়নের নামে খুরাখুরির পর মাটি রাস্তায় ফেলে চট্টগ্রাম নগরীকে বালী উড়ার শহরে পরিণত করেছে। যা চট্টগ্রামবাসীকে মারাত্মক সাস্থ্যঝুকিতে ফেলছে। সেবার মান উন্নত না করে জনস্বার্থে যাচাই-বাচাই ছাড়াই মতার অপব্যবহার করে পানির দাম বৃদ্ধি অগ্রহণযোগ্য ও বেআইনী। বিশেষ অতিথি প্রখ্যাত শ্রমিক নেতা সিদ্দিকুল ইসলাম বলেন, চট্টগ্রাম নগরবাসীকে পানির দাম বৃদ্ধি করে মরণফাঁদে ফেলার কোন এখতিয়ার ওয়াসা কর্তৃপক্ষের নেই। গন-অধিকার ফোরাম চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি প্রবীন রাজনীতিবিদ আবু মোহাম্মদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে যুগ্ম সম্পাদক জানে আলমের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, ফোরামের যুগ্মমহাসচিব জাফর আহমেদ, যুগ্ম মহাসচিব মোহাম্মদ ইসমাইল, সোলায়মান বাদশা, সহকারী সম্পাদক মোহাম্মদ আলমগীর, সহকারী সম্পাদক ওমর ফারুক, সহকারী সম্পাদক মোঃ জামাল উদ্দিন, সহকারী সম্পাদক মোঃ শাহজাহান, সহকারী সম্পাদক মোঃ ফজল কবির, সহ অফিস সম্পাদক জয়নাল আবেদীন প্রমূখ।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা