বাংলাদেশ, , বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

এশিয়ান আবাসিক স্কুলের এসএসসি পরীক্ষার্থী ’২১ বিদায় অনুষ্ঠান সম্পন্ন

  প্রকাশ : ২০২১-১১-১০ ২০:১৮:৫২  

পরিস্থিতি২৪ডটকম: চট্টগ্রামের অন্যতম বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠান এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ’২১ বিদায় ও দোয়া অনুষ্ঠান ১০ নভেম্বর বুধবার শিক্ষিকা তাসনুভা তাহরীনের সঞ্চালনায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর আলী হোছাইনের সভাপতিত্বে স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলামিস্ট ও গবেষক ড. মো. মাসুম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি লায়ন্স ক্লাব অব চিটাগাং শতাব্দী লায়ন মো. আজিজুর রহমান, আর ট্রেডিং কর্পোরেশনের চেয়ারম্যান লায়ন হাজী আব্দুল মন্নান, প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ লায়ন এইচ এম ওসমান সরওয়ার। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের কো-অর্ডিনেটর মোহাম্মদ আজম। অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন শিক্ষক মো. ইউনুছ, রাজিবুল ইসলাম, সাইফুল ইসলাম, মো. শাহীন, মামুন, শাহাদাত, সালেহা আক্তার, আইরিন আক্তার, মিতু বড়ুয়া, জান্নাতুল ফেরদৌস, জয়নাব বেগম ও নুর আফরোজা প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে প্রতিষ্ঠানের ও পরীক্ষার্থীদের সার্বিক সাফল্য কামনা করে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে সৎমানুষ হওয়ার প্রতি গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে অতিথিরা এসএসসি পরীক্ষার্থীদের হাতে পরীক্ষার উপকরণ তুলে দেন।

প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা