বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২ মে ২০২৪

আমেনা-বশর পূর্ণবয়স্ক পুনর্বাসন কেন্দ্রে সম্যক প্রচেষ্টার বৃক্ষরোপন

  প্রকাশ : ২০১৯-০৯-০১ ১৮:২৮:০৩  

পরিস্হিতি২৪ডটকম : চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন আমেনা-বশর পূর্ণবয়স্ক পুনর্বাসন কেন্দ্রে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সম্যক প্রচেষ্টার উদ্যোগে বৃক্ষরোপন অভিযান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, সংগঠনের এডমিন সাজীব বড়ুয়া সাজু, বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটি (বাপউস)’র প্রতিষ্ঠাতা সভাপতি এ কে এম আবু ইউসুফ, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ জামাল উদ্দিন, সম্যক প্রচেষ্টার এডমিন মো. রুহল আমিন, এডমিন দিদারুল আলম, মোহাম্মদ রাশেদ, কার্যকরী সদস্য আব্দুর রাজ্জাক, মো. কাউছার, মো. সাজ্জাদ, সদস্য জান্নাতুন মিনা, সদস্য মো. রাজু, শান্ত, অভি, প্রিতম, রোজা, নোভা ও আঁখি। এসময় বক্তারা বলেন, এই বিশ্বকে সুশীতল ও বাসযোগ্য করে রাখার ক্ষেত্রে বৃক্ষের অবদান অনস্বীকার্য। আবার মানুষের সুন্দরভাবে বেঁচে থাকার জন্য যে সব মৌলিক চাহিদা রয়েছে, তার অধিকাংশই পূরণ করে বৃক্ষ। তাই মানব জীবনে বৃক্ষের প্রয়োজনীয়তা অপরিসীম। বিশ্বের বনভূমি উজাড় হতে হতে অর্ধেকে এসে দাঁড়িয়েছে। যার ফলশ্রুতিতে বিশ্বপরিবেশ হুমকির মুখে পড়ছে। আমরা প্রতিনিয়ত না বুঝে উজাড় করছি ও নির্বিচারে কেটে ফেলছি আমাদের উপকারী এই বৃক্ষকে। আর বৃক্ষ নিধন নয়। আসুন, সচেতন হই। গাছ লাগাই ও গাছের পরিচর্যা করি, কেননা মানুষ ও প্রাণীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বৃক্ষের ব্যাপক আবশ্যকতা রয়েছে। সুতরাং এই পরিবেশকে ছায়া, সুশীতল ও নির্মল রাখার জন্য বৃক্ষরোপণের প্রয়োজনীয় অনস্বীকার্য।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা