বাংলাদেশ, , শুক্রবার, ৩ মে ২০২৪

আবারো ইরাকস্থ ইরানি কনস্যুলেটে অগ্নিসংযোগ

  প্রকাশ : ২০১৯-১২-০৪ ২১:২৫:২২  

পরিস্হিতি২৪ডটকম : ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর নাজাফে ইরানি কনস্যুলেটে আবারো অগ্নিসংযোগ করেছে বিক্ষোভকারীরা। এ নিয়ে সেখানে তৃতীয়বারের মতো অগ্নিসংযোগের ঘটনা ঘটলো। বুধবার তুরষ্কের বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

এর আগে, ২৮ নভেম্বর ও ১ ডিসেম্বর ইরানি কনস্যুলেটে অগ্নিসংযোগ করে ইরাকের ক্ষমতাসীন সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভরত দেশটির নাগরিকরা। বাগদাদের দুর্নীতিগ্রস্ত ও ইরান সমর্থিত ক্ষমতাসীন সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে গত কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ করে আসছে হাজার হাজার ইরাকি।

এই বিক্ষোভ থেকে ইরানের কনস্যুলেটে বিক্ষোভকারীদের অগ্নিসংযোগের ঘটনাকে তেহরানবিরোধী তীব্র মনোভাবের বহিঃপ্রকাশ বলে মনে করা হচ্ছে। সঙ্কট মোকাবিলায় ইরাক সরকার ও দেশটির রাজনৈতিক নেতৃত্বের নিষ্ক্রিয়তা সাধারণ জনগণের ক্ষোভকে তীব্র করেছে।
টানা বিক্ষোভ-সহিংসতার মাঝে গত রবিবার পার্লামেন্টে পদত্যাগপত্র জমা দেন ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি। তার এই পদত্যাগ পার্লামেন্টে গ্রহণ করা হয়েছে। কিন্তু বিক্ষোভকারীরা পুরো সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছে।



ফেইসবুকে আমরা