বাংলাদেশ, , শুক্রবার, ১৭ মে ২০২৪

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের সভায় দুদক চেয়ারম্যান : দুর্নীতি করলে কাউকে ছাড় দেয়া হবে না

  প্রকাশ : ২০১৯-১২-০৮ ১৯:৩৯:০১  

পরিস্হিতি২৪ডটকম : রবিবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দুদক কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুর্নীতি করলে কাউকে ছাড় দেয়া হবে না। দুর্নীত করলে দুদকের বারান্দায় আসতেই হবে।
দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতিবাজ যত বড় রাঘববোয়াল কিংবা রুই-কাতলই হোক না কেন কাউকে ছাড় দেয়া হবে না। চলমান শুদ্ধি অভিযানে অনেক রাঘব বোয়ালের নাম এসেছে। এসব রাঘব বোয়ালরা কেউই ছাড় পাবে না। এ বিষয়ে কেউ বিন্দুমাত্র রেহাই পাবেন না।

বেসিক ব্যাংক দুর্নীতি সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইকবাল মাহমুদ বলেন, বিষয়টি তদান্তাধীন, এই বিষয়ে অন্য কারো কথা বলা উচিত নয়।

দুদক চেয়ারমান বলেন, দুদকের ফাঁদ মামলার কারণে সরকারি অফিসে ঘুষের প্রবণতা কিছুটা কমেছে বলে আমরা মনে করছি। তবে ঘুষ লেনদেন হচ্ছে না, আমরা তা বলবো না। আমাদের বক্তব্য হচ্ছে ঘুষের মাত্রা কমেছে।

তিনি বলেন, ‘চলতি বছরে দুদকে লিখিত অভিযোগই এসেছে ২২ হাজার ২৩৬টি। এর মধ্যে ৩ হাজার অভিযোগের ওপর অনুসন্ধান চলছে।’

অনুষ্ঠানে দুদক কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম, সচিব দিলোয়ার বকত, সাংবাদিকদের সংগঠন র‌্যাক সভাপতি মোর্শেদ নোমান ও সাধারণ সম্পাদক আদিত্য আরাফাত উপস্থিত ছিলেন।



ফেইসবুকে আমরা