বাংলাদেশ, , মঙ্গলবার, ৭ মে ২০২৪

আনোয়ারার মালঘর বাজারে ইউএনও’র অভিযান

  প্রকাশ : ২০১৯-১১-২৭ ২১:০৩:০১  

পরিস্হিতি২৪ডটকম/এনামুল হক নাবিদ,আনোয়ারা(চট্টগ্রাম)প্রতিনিধি : মেয়াদোত্তীর্ণ ভোজ্য তেল,বিস্কিট,কোমল পানীয়সহ মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি করার দায়ে মালঘর বাজার এলাকায় বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করে ৩০,০০০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জোবায়ের।বুধবার (২৭ নভেম্বর) দুপুর ১টায় উপজেলার ১০নং হাইলধর ইউনিয়নের মালঘর বাজারে বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করা হয়।অভিযানে সার্বিক সহযোগিতা করেন আনোয়ারা থানা পুলিশ।
অভিযান পরিচালনা শেষে উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের বলেন মালঘর বাজার যেন মেয়াদোত্তীর্ণ পণ্যের ভান্ডার। কোমল পানীয়, ভোজ্য তেল, বিস্কিট কোনটির মেয়াদ শেষ হয়েছে দুই বছর, কোনটির এক বছর, কোনটির ছয় মাস আগে। এসব মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় বন্ধ করতে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।



ফেইসবুকে আমরা