পরিস্হিতি২৪ডটকম : আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সমাজ বিজ্ঞানী, চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন বলেছেন, আধুনিক পৃথিবীকে জয় করতে বিজ্ঞান সম্মত লেখা-পড়া ও প্রযুক্তি শিক্ষার বিকল্প নেই। তিনি আরো বলেছেন, শুধু শিক্ষিত হলেই চলবে না, সুশিক্ষিত হয়ে জাতি গঠনে অংশ নিতে হবে। দেশপ্রেমিক হতে হবে। অনুষ্ঠানের উদ্ভোধক ডায়মন্ড সিমেন্ট লিঃ পরিচালক লায়ন হাকিম আলী বলেছেন, আনন্দময় পরিবেশে সঠিক নির্দেশনা ও মেধার চর্চা শিশুকে শিক্ষিত করে প্রকৃত দেশ প্রেমিক হিসেবে গড়ে তুলতে হবে। সেক্ষেত্রে শিক্ষকের পাশাপাশি অভিভাবকদের ভূমিকা রাখতে হবে। গতকাল ২৭ জুলাই শনিবার সকালে চট্টগ্রাম নগরীর রিমা কনভেনশন হলে চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন হলে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেছেন। সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুর জাহান বেগমের সভাপতিত্বে এই সভায় প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. অনুপম সেন। উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন লায়ন আলহাজ্ব হাকিম আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ড. জিনব্যোধি ভিক্ষু ,জিনাত আরা খানম (তারা), লায়ন মিলন বড়ুয়া, ড. রওশন আরা ইউচুফ, জেসিন্তা অধিকারী, মোশারাত জাহান মিলি, মোহাম্মদ নুরনবী, শামীমা আকতার মুক্ত প্রমূখ। সভার শুরুতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভা শেষে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি