বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

আগামীকাল বিপ্লবী মাস্টারদা সূর্যসেনের ৮৬তম ফাঁসি দিবস

  প্রকাশ : ২০২০-০১-১১ ১৯:১৪:৫৭  

পরিস্হিতি২৪ডটকম : আগামীকাল ১২ জানুয়ারি ২০২০ রবিবার ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের কিংবদন্তি মহানায়ক বিপ্লবী মাস্টারদা সূর্যসেনের ৮৬তম ফাঁসি দিবস। দিবসটি পালন উপলক্ষে চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকালে জেম সেন হলস্থ সূর্যসেনের ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পন ও বিকেল ৪ টায় চেরাগী পাহাড়স্থ সুপ্রভাত স্টুডিও হলে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হবে। উক্ত সেমিনারে মাস্টারদা সূর্যসেনের জীবন কর্ম নিয়ে “মহাবিপ্লবী সূর্যসেন” শিরোনামে একটি লিখিত প্রবন্ধ পাঠ করবেন বিশিষ্ট কলামিষ্ট ও সাংবাদিক এ কে এম আবু ইউসুফ। আলোচনা ও সেমিনারে দেশ বরেণ্য বুদ্ধিজীবি, রাজনীতিবিদ, ইতিহাসবিদ, সাহিত্যিক, সাংবাদিক আলোচনায় অংশগ্রহণ করবেন। আগ্রহী ও সংশ্লিষ্টদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য যে, চট্টগ্রামের কৃতি পুরুষ মাস্টারদা সূর্যসেন ১৮৯৪ সালের ২২ মার্চ চট্টগ্রাম জেলার নোয়াপাড়ায় জন্মগ্রহণ করেন। বৃটিশ বিরোধী আন্দোলনের কিংবদন্তিরূপে এ মহানায়ক ভারতীয় স্বাধীনতা আন্দোলনের জন্য অগ্রণী ভূমিকা পালন করেন। ১৯৩৪ সালে ১২ জানুয়ারি মধ্যরাতে চট্টগ্রামের লালদিঘীপাড়স্থ কেন্দ্রীয় জেলখানায় তাঁকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়। ভারতীয় উপমহাদেশের এই মহান স্বাধীনতা আন্দোলনের মহানায়ক মাস্টারদা সূর্যসেনের জন্য চট্টগ্রাম কিংবা বাংলাদেশ ও বাঙালী জাতি আজও গর্বিত।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা