বাংলাদেশ, , বুধবার, ৮ মে ২০২৪

আই.এল.ও শতবর্ষ দাবীনামা দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  প্রকাশ : ২০১৯-০৯-০২ ১৫:২২:২২  

পরিস্হিতি২৪ডটকম : বিশ্বব্যাপী শ্রম ঘন্টা আই.এল.ও ১নং কনভেনশন শতবর্ষ উদযাপন উপলে বাংলাদেশ শ্রম মিশন ট্রাস্টের উদ্যোগের এক প্রস্তুতি সভা ষ্টেশন রোড মোটেল সৈকতের হল রুমে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সফিউল আলম। সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগর সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি ছিলেন এডভোকেট আবুল কাশেম চৌধুরী, সৈয়দ দিদার আশরাফী, এডভোকেট আবছার উদ্দিন হেলাল, আবদুল মাবুদ, সাংবাদিক ওচমান জাহাঙ্গীর, টি.ও.সির চট্টগ্রাম জেলা কমিটির যুগ্মসম্পাদক দিলীপ কুমার নাথ। প্রধান আলোচক ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ দেলোয়ার। আরো বক্তব্য রাখেন, ট্রেড ইউনিয়ন ফোরামের নেতা সিদ্দিকুর ইসলাম, আবু বক্কর, মোঃ পারভেজ, এইচ.এম.শাহাদাত হোসেন সাজ্জাদ, সাংবাদিক নুরুল ইসলাম রিপন, এস.এম. নুরুল আমিন, আনোয়ার হোসেন, মোহাম্মদ হাসান সিকদার, মোঃ সফিকুর রহমান সোহাগ প্রমূখ। প্রধান অতিথি বলেন, আই.এল.ও একটি বিশ্বব্যাপী শ্রমিকদের অধিকার সংরণের সংগঠন। উক্ত সংগঠনের শত বৎসর উদযাপন করা আমাদের সকল শ্রমজীবি মানুষের কথা উঠে আসা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সকল দলমত নির্বিশেষে মতাদর্শবিহীন মালিক শ্রমিক সরকার ত্রিমুখী বিশ্বব্যাপী যে ভূমিকা আই.এল.ও পালন করছেন তার উপর নির্ভর করে সারাবিশ্বব্যাপী কর্মজীবি মানুষেরা সুফল ভোগ করছে। তাই বাংলাদেশ শ্রম মিশন ট্রাস্টের উদ্যোগে যে উদ্যোগ গ্রহণ করেছে তাতে রাষ্ট্রের মন্ত্রী, এমপি ও আই.এল.ও কান্ট্রি ডাইরেক্টর সহ উচ্চ পর্যায় শ্রমিক নেতাদেরকে সম্পৃক্ত করে জাকজমকপূর্ণ অনুষ্ঠান করা আমাদের সকল মানুষের মাঝে একটি জাগরণের সৃষ্টি হবে। সকল বক্তারা একমত পোষন করে বলেন, উক্ত সংগঠনের উদ্যোগে একটি কনভেনিং কমিটি করার জন্য সংগঠনের নেতৃবৃন্দের উপর দায়িত্ব প্রদান করেন। উক্ত অনুষ্ঠানটি সুন্দর সার্থক করে তুললে এটি আমাদের সকলের কাছে অনুপ্রেরণা হিসেব দৃষ্টান্ত স্থাপিত হবে। তাই সকল দলমত নির্বিশেষে এই ধরনের একটি মহৎ কাজ আই.এল.ও কে সামনে নিয়ে করাটা অত্যন্ত তাৎপর্য করবে। প্রধান বক্তা বলেন, বাংলাদেশ শ্রম মিশন ট্রাস্ট আই.এল.ও কোন দলীয় সংগঠন না হওয়ায় সম্মিলিতভাবে এই রকম একটি অনুষ্ঠান জাতিকে উপহার দেওয়া একমাত্র সম্ভব। তাই অনুষ্ঠানটি সফল ও স্বার্থক করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা