বাংলাদেশ, , মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

আইআরসি ও ইপসা’র চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তারা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এনজিওসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

  প্রকাশ : ২০২২-০৬-১২ ১০:৪২:৪২  

পরিস্থিতি২৪ডটকম : বাংলাদেশ ইতিমধ্যে স্বপ্লোন্নত দেশ হতে উন্নীত হয়ে উন্নয়নশীল দেশে উত্তীর্ণ হয়েছে। অচিরেই আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হবো। দেশের দারিদ্রের হার হ্রাস ও বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলার লক্ষে বর্তমান সরকার ঘোষিত ভিশন ২০৪১ বাস্তবায়নে বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থাসমূহ যুগোপযোগী প্রকল্প বস্তবায়ন করবে এবং স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে বলিষ্ঠ ভূমিকা রাখবে। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা-এমডিজি অর্জনে এনজিওসমূহ সফলভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-এসডিজি অর্জনেও সরকারের পাশাপাশি এনজিও সমূহ গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আজকের তরুণাই আগামী দিনের ভবিষ্যত এবং বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে তরুণাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সমাজ উন্নয়নে ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতধারায় নিয়ে আসতে তরুণদেরকে সম্পৃক্ত ও উৎসাহিত করা আমাদের সকলের প্রয়োজন। ইপসা’র প্রধান কার্যালয়ে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি-আইআরসি ও ইপসা’র “নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও কিশোর-কিশোরীর জীবনমান ও প্রজনন স্বাস্থ্য উন্নয়ন” বিষয়ক প্রকল্পের চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে বক্তাগণ উপরোক্ত মতামত প্রদান করেন। ইপসা’র প্রধান নির্বাহী মোঃ আরিফুর রহমানের সভাপতিত্বে উক্ত চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি-আইআরসি’র কান্ট্রি ডিরেক্টর মানিস কুমার আগরওয়াল। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইআরসি’র পার্টনারশীপ কোঅর্ডিনেটর (পার্টনারশীপ হেড) মোহাম্মদ নজরুল ইসলাম, ইপসা’র পরিচালক (অর্থ) পলাশ চৌধুরী, পরিচালক (অর্থনৈতিক উন্নয়ন) মনজুর মোরশেদ চৌধুরী, উপ-পরিচালক মোহাম্মদ শাহজাহান, সহকারি পরিচালক ও হেড অব রোহিঙ্গা রেসপন্স মোহাম্মদ শহিদুল ইসলাম প্রমূখ। ইপসা’র সেইফগার্ডিং ফোকাল পার্সন আবদুস সবুর ইপসা’র কার্যক্রমের উপর মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন। সভায় আইআরসি’র সহযোগিতায় ইপসা কর্তৃক পরিচালিত বিভিন্ন কার্যকক্রমের উপর বিস্তারিত আলোচনা হয়। আইআরসি’র কান্ট্রি ডিরেক্টর ইপসা’র কার্যক্রমগুলোর ভূয়সী প্রশংসা করেন। তিনি ইপসা’র যুব কার্যক্রমসমূহ সমাজ উন্নয়নে গুরুত্পূর্ণ অবদান রাখছে বলে মতামত প্রদান করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আলোচনা সভা শেষে আইআরসি’র কান্ট্রি ডিরেক্টর মানিস কুমার আগরওয়াল উন্নয়ন কার্যক্রমে প্রতিবন্ধী ব্যাক্তিদের প্রবেশগম্যতা ও প্রতবন্ধী উন্নয়ন কার্যক্রম, ইপসা ইনফরমেশন সেন্টার ও ডেভেলপমেন্ট রিসোর্স সেন্টার-ডিআরসি পরিদর্শন করেন এবং উক্ত প্রকল্পসমূহর সংশ্লিষ্ট অংশীজনের সাথে চলমান কার্যক্রম বিষয়ে অবহিত হন।

প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা