বাংলাদেশ, , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

অতিরিক্ত ভাড়া আদায়ে প্রতিবাদ করায় ছাত্রকে মারধর

  প্রকাশ : ২০১৯-০৬-১৭ ১৮:৪০:১৩  

পরিস্হিতি২৪ডটকম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অতিরিক্ত ভাড়া আদায়ে প্রতিবাদ করায় সাদাত হোসাইন নামে এক ছাত্রকে মারধর করেছে এক অটোরিকশা চালক।

এ ঘটনায় সোমবার (১৭ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন ওই ছাত্র।

অভিযোগপত্রে সাদাত হোসাইন জানান, রবিবার (১৬ জুন) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট থেকে ক্যাম্পাসে যান সাদাত। এসময় নির্ধারিত ভাড়া থেকে অতিরিক্ত ভাড়া দাবি করেন অটোরিকশা চালক। এর প্রতিবাদ জানালে ওই অটোরিকশা চালক তাকে মারধর করেন।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিয়াজ মোরশেদ রিপন বাংলানিউজকে বলেন, সাদাত নামে এক ছাত্রকে মারধর করার একটি অভিযোগ পেয়েছি। এ ঘটনায় অটোরিকশা চালকদের ডাকা হয়েছে। ঘটনা তদন্ত করে জড়িত অটোরিকশা চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।



ফেইসবুকে আমরা