বাংলাদেশ, , বুধবার, ৯ অক্টোবর ২০২৪

১৬ জানুয়ারি তাযকেরায়ে চেরাগে উম্মতে আহমদী মাহফিল

  প্রকাশ : ২০১৯-০১-১২ ১৯:১৯:৪৮  

পরিস্হিতি২৪ডটকম : উপমহাদেশের প্রখ্যাত অধ্যাত্ম সাধক ও বাংলাদেশে প্রবর্তিত একমাত্র ত্বরিকা, ‘ত্বরিকা-ই-মাইজভাণ্ডারীয়ার’ প্রবর্তক গাউসুল আযম হযরত মাওলানা শাহ্সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.)-এর ১১৩তম উরস শরীফ উপলে মাইজভাণ্ডার শরীফ গাউসিয়া হক মন্জিল-এর ব্যবস্থাপনায় ‘তাযকেরায়ে চেরাগে উম্মতে আহমদী মাহফিল’ আগামী ৩ মাঘ ১৬ জানুয়ারি বুধবার বা’দ মাগরিব মাইজভাণ্ডার দরবার শরীফ শাহী ময়দানে অনুষ্ঠিত হবে। উক্ত শানদার মাহফিলে সদারত করবেন গাউসিয়া হক মন্জিলের সম্মানিত সাজ্জাদানশীন রাহবারে আলম আলহাজ্ব হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.জি.আ.)। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন মাহফিল উদযাপন পরিষদ।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা