বাংলাদেশ, , শনিবার, ৫ অক্টোবর ২০২৪

হাজী মোস্তফা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

  প্রকাশ : ২০১৯-০৪-১১ ১৯:০২:০৯  

পরিস্হিতি২৪ডটকম : স্বেচ্ছাসেবী সংগঠন হাজী মোস্তফা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল ০৯ এপ্রিল ২০১৯ মঙ্গলবার নগরীর কোতোয়ালী থানাধীন বাগমনিরাম ওয়ার্ডে দুঃস্থ, অসহায় ও পথ শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন হাজী মোস্তফা বেগম ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ হোসেন মুরাদ, ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান ফারজানা নাসরিন, ডাঃ মোহাম্মদ শাহজাহান, নগর ছাত্রলীগের সদস্য বাবু দত্ত, সমাজসেবক বাবলা উদ্দিন, ফাউন্ডেশনের সদস্য শিক্ষক রহিম উদ্দিন, শিক্ষক ওয়াহিদুল ইসলাম, আসাদুজ্জামান রাসেল, জোবাইদা সুলতানা লাকী, জিটন দত্ত, নবীর হোসেন প্রমূখ। এই সময় সংক্ষিপ্ত আলোচনায় ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ হোসেন মুরাদ বলেন, দুঃস্থদের সেবা করা নৈতিক কর্তব্যে। ভেদাভেদ ভূলে সমাজের ভিত্তশালীরা যদি হতদরিদ্রদের সহায়তায় এগিয়ে আসে সমাজ আরো সুন্দর হবে। অনুষ্ঠানে প্রায় ১০০ জনকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

প্রেসবিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা