বাংলাদেশ, , মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

হযরত সৈয়দ মীর মোহাম্মদ মহিউদ্দিন হারুন শাহ (কঃ) মাইজভাণ্ডারীর বার্ষিক ২৭তম ওরশ শরীফ অনুষ্ঠিত

  প্রকাশ : ২০১৯-০৫-২০ ১৬:১১:১৭  

পরিস্হিতি২৪ডটকম : ১৯ মে রবিবার হাটহাজারী পূর্ব গুমান মর্দ্দন হারুন ভান্ডার দরবার শরীফে বিশ্বঅলি শাহান শাহ হযরত মাওলানা শাহসুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) অন্যতম করুণাধন্য খলিফা রুহুল আশেকীন, ছেরাজুস ছালেকীন, রহনুমায়-এ-তরিকত, মুরশিদে কামেল, কামেলে ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ, হাজত রওয়া মুশকিল কোশা হযরত বাবাজান সৈয়দ মীর মোহাম্মদ মহিউদ্দিন হারুন শাহ (ক.) বি.এ মাইজভাণ্ডারীর কেবলা কাবার বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হয়। ওরশ শরীফ উপলে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল সকাল ৭টায় পবিত্র রওজা শরীফ গোসল, বেলা ১১টায় খতমে কোরান, বাদে আসর মিলাদ মাহফিল, বাদে মাগরিব তবরুক বিতরণ। ওরশ শরীফে এন্তেজামিয়া কমিটির সভাপতি আলহাজ্ব মীর মুহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন মীর রনি, মোহাম্মদ আলম, মোহাম্মদ জসিম উদ্দিন জিকু, মোহাম্মদ শাখাওয়াত হোসেন, এইচএম রাশদ খান, আলমগীর জামান সিআইপি, ওসি মঈনুদ্দিন ইমন, হারুণ ভান্ডার জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ নুর খালেক, হারুণভান্ডার রওজা শরীফের খাদেম হাফেজ মাওলানা আলী আজগর, ডাঃ সফিউল আলম, এড. মোহাম্মদ তসলিম উদ্দিন, মেহাাম্মদ জাহাঙ্গীর আলম, মীর মোহাম্মদ জসিম উদ্দিন, লায়ন ডাঃ বরুণ কুমার আচার্য বলাই, তরুণ কুমার আচার্য কৃষ্ণ, মোহাম্মদ সোলাইমান, মীর শফিক উদ্দিন, আহম্মদ কবির, মোহাম্মদ বদিউল আলম, মোহাম্মদ জাফর হোসেন প্রমুখ। সভায় আখেরী মুনাজাত করেন রওজা শরীফের খাদেম হাফেজ মাওলানা আলী আজগর।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা