পরিস্হিতি২৪ডটকম/গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি : নতুন সড়ক পরিবহন আইন কার্যকর করার লক্ষ্যে গোবিন্দগঞ্জে সোমবার (১৮ নভেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা ট্রাফিক পুলিশের আয়োজনে গোবিন্দগঞ্জ উপজেলার থানা চৌমাথা মোড়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উক্ত আয়োজন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম। এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন, গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম মেহেদী হাসান, গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী, জেলা ট্রাফিক পুলিশের টিআই আব্দুন নূরসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা এবং স্থানীয় লোকজন। আয়োজনের শেষে পুলিশ সুপার মহাসড়কে বিভিন্ন যানবাহন চালকদের সাথে সচেতনতামূলক পরামর্শ এবং তাদের হাতে লিফলেট তুলে দেন।
All right reserved poristhiti24.com 2018-2022.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত ও পরিস্থিতি২৪ডটকম লিমিটেড (রেজি. নং-১২৮৯৩১) দ্বারা পরিচালিত ।