বাংলাদেশ, , সোমবার, ৪ নভেম্বর ২০২৪

স্বাস্থ্য সচেতনতায় দিতে পারে রোগ মুক্ত জীবন : ডাঃ জামাল উদ্দিন

  প্রকাশ : ২০১৯-০২-১৮ ১২:৩৬:৪২  

পরিস্হিতি২৪ডটকম : চট্টগ্রাম নগরীর চাঁন্দগাও উত্তর মোহরায় রবিবার ১৭ ফেব্রুয়ারী সকাল দশটায় সুস্বাস্থ্য বিষয়ক সেমিনার ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
উক্ত সেমিনার ও মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল এসোসিয়েশনের সভাপতি ও বিজয় ৭১ এর সাধারণ সম্পাদক ডাঃ মোঃ জামাল উদ্দিন।
কে ই সি ইন্টারন্যাশনাল লিমিটেডের সেফটি সুপারভাইজার মোঃ তপু হাওলাদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক স ম জিয়াউর রহমান, মোঃ কুতুব উদ্দিন রাজু,প্রতিষ্ঠানের সাইট ইনচার্জ মারিয়াপন কানন।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ জামাল উদ্দিন বলেন, স্বাস্থ্য সচেতনতা নিয়মানুবর্তিতা শৃঙ্খলা সুস্বাস্থ্য ও রোগ মুক্ত জীবনের জন্য সকলকে স্বাস্থ্য সচেতনতা প্রয়োজন।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ মাকসুদুর রহমান, আরমান আরিয়ান, রোজিনা আক্তার।
মেডিকেল ক্যাম্পে আরো উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের সেফটি মার্শাল নিরজল বাকতা, টি এস ই অপারেটর সোহান লাল, আরিস আনসারী।

ফ্রি চিকিৎসা ও মেডিকেল ক্যাম্পে কে ই সি ইন্টারন্যাশনাল লিমিটেডের বিভিন্ন বিভাগের শতাধিক শ্রমিক ও স্থানীয় তিন শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়।



ফেইসবুকে আমরা