পরিস্হিতি২৪ডটকম : সৌদি আরব আরো ২৫০ জন রোহিঙ্গাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পরিকল্পনা করছে । চলতি বছরের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার রোহিঙ্গাদের ফেরত পাঠাচ্ছে দেশটি। মানবাধিকার সংস্থার বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, সৌদি আরবে প্রায় তিন লাখ রোহিঙ্গা বসবাস করেন। রোহিঙ্গা নাগরিক হয়েও বাংলাদেশের পাসপোর্ট নিয়ে তারা সেখানে বসবাস করছেন। ভুয়া কাগজপত্র তৈরি করেও অনেক রোহিঙ্গা দেশটিতে বসবাস করছেন।
এসব রোহিঙ্গার মধ্যে অনেকে সৌদি আরবের শুমাইসি বন্দিশিবিরে আটক রয়েছেন।তাদের মধ্যে থেকে গত ৭ জানুয়ারি ১৩ রোহিঙ্গাকে ঢাকায় ফেরত পাঠিয়েছিল রিয়াদ। এবার সেখান থেকে আরও ২৫০ রোহিঙ্গাকে ফেরত পাঠানো হচ্ছে।
অবশ্য বাংলাদেশে পাঠিয়ে দেয়া ঠেকাতে বন্দিশালায় রোহিঙ্গা বন্দিরা অনশন করছেন। পাশাপাশি তারা জাতিসংঘের হস্তক্ষেপও চেয়েছেন রোহিঙ্গা বন্দিরা।
ফ্রি রোহিঙ্গা কোয়ালিশনের ক্যাম্পেইন কো-অর্ডিনেটর নে সান লুইন বলেন, এসব রোহিঙ্গা ঢাকায় ফেরার পর কারাবাসের মুখোমুখি হতে পারে। তবে আমরা সৌদি কর্তৃপক্ষকে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া বন্ধ রাখার দাবি জানাচ্ছি।
All right reserved poristhiti24.com 2018-2022.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত ও পরিস্থিতি২৪ডটকম লিমিটেড (রেজি. নং-১২৮৯৩১) দ্বারা পরিচালিত ।