বাংলাদেশ, , বুধবার, ৯ অক্টোবর ২০২৪

সোনার খনি ধসে গিনিতে নিহত ১৭

  প্রকাশ : ২০১৯-০২-০৫ ১৭:৩৫:২০  

পরিস্হিতি২৪ডটকম : গিনিতে সোনার খনি ধসে নিহত হয়েছেন ১৭ জন। খনি ধসের এই ঘটনায় নিখোঁজ রেয়েছেন আরও বেশ কয়েকজন। রবিবার (৩ ফেব্রুয়ারি) দেশটির সিগুইরি শহর থেকে ৩৫ কিলোমিটার দূরের নরাসোবা এলাকার একটি সোনার খনিতে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির পুলিশ।
পুলিশ জানায়, ‘গ্রামবাসীর দেওয়া তথ্য বলছে, এখনও অনেকে নিখোঁজ রয়েছে। তাই হতাহতদের প্রকৃত সংখ্যা আরো বাড়তে পারে’।
উল্লেখ্য, পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে স্বর্ণ, হীরা, বক্সাইট ও লোহাসহ নানা সম্পদের বিপুল ভাণ্ডার রয়েছে।



ফেইসবুকে আমরা