বাংলাদেশ, , বুধবার, ৯ অক্টোবর ২০২৪

সিডনিতে খেলা হচ্ছে না রোহিতের

  প্রকাশ : ২০১৯-০১-০১ ১৭:৫৯:২৭  

 পরিস্হিতি২৪ডটকম : রবিবার মেলবোর্ন টেস্ট জিতেছে ভারত। এতে চলমান অস্ট্রেলিয়া সফরে চার ম্যাচ টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছেন বিরাট কোহলিরা। তবে ভারতের এই জয়ের দিনেই কন্যা সন্তানের বাবা হলেন দলটির ওপেনার রোহিত শর্মা।
সন্তানের জন্ম হওয়ার পর অস্ট্রেলিয়া থেকে সোমবারই দেশে ফিরেছেন। তাই আগামী ৩ জানুয়ারি সিডনিতে শেষ টেস্ট খেলা হচ্ছে না বলে বিসিসিআই সূত্রে ভারতের গণমাধ্যম জানিয়েছে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থে দ্বিতীয় টেস্টে চোটের জন্য বাদ পড়লেও মেলবোর্নে প্রথম ইনিংসে অপরাজিত ৬৩ রান করেন রোহিত। রবিবার মেলবোর্নে টেস্ট জেতার সঙ্গে সঙ্গে বাবা হওয়ার সুখবর পান তিনি।



ফেইসবুকে আমরা