বাংলাদেশ, , রোববার, ৩ নভেম্বর ২০২৪

সিটি কলেজের ছাত্রী কাভার্ড ভ্যান চাপায় নিহত

  প্রকাশ : ২০১৯-০১-১৬ ১৯:১০:৩২  

পরিস্হিতি২৪ডটকম : চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার মোড়ে বুধবার (১৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে কাভার্ড ভ্যান চাপায় এক তরুণী প্রাণ হারিয়েছেন।

কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) সজল দাশ এ তথ্য নিশ্চিত করেন।

নিহত সোমা বড়ুয়া (১৮)। বোয়ালখালীর রূপায়ন বড়ুয়া ও কুমকুম বড়ুয়ার মেয়ে। সোমা সরকারি সিটি কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন। সোমার কলেজের পরিচয়পত্র সোমার কলেজের পরিচয়পত্র নগরীতে পরিবারটির বসবাস চান্দগাঁও বড়ুয়া পাড়ায়।

কোতোয়ালী থানার এসআই সজল দাশ বলেন, কভার্ড ভ্যান ও এর চালককে আটক করা হয়েছে। তবে সোমা কিভাবে গাড়িতে চাপা পড়লেন তা জানাতে পারেননি তিনি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, সোমাকে হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



ফেইসবুকে আমরা