পরিস্হিতি২৪ডটকম : আজ ৩১ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার সকাল ১০.৩০ ঘটিকায় বাংলাদেশ পুলিশের গৃহীত কর্মসূচী “পুলিশ সেবা সপ্তাহ-২০১৯” উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাঁচলাইশ জোনের উদ্যোগে রক্তদান কর্মসূচী ও র্যালী উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্ভোধন করেন সিএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান, পিপিএম। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিএমপি’র অতিঃ পুলিশ কমিশনার আমেনা বেগম, বিপিএম, ডিসি নর্থ বিজয় বসাক, বিপিএম, পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মিজানুর রহমান, সহকারী পুলিশ কমিশনার পাঁচলাইশ দেবদূত মজুমদার, পাঁচলাইশ মডেল থানার ইনচার্জ আবুল কাশেম ভূইয়া এবং পাঁচলাইশ মডেল থানা কমিউনিটি পুলিশ ও বিট পুলিশের সকল সদস্যসহ দুই হাজারেরও অধিক জনসাধারণ র্যালীতে অংশগ্রহণ করেন। র্যালী চলাকালীন সময়ে পুলিশ প্রশাসন থেকে জন সচেতনমূলক লিফলেট বিতরণ করা হয়। প্রথমে সচেতনমূলক অনুষ্ঠান বিভিন্ন স্কুলে ছাত্র-ছাত্রীদের নিয়ে স্টল পরিদর্শন করেন এবং উপদেশমূলক বক্তব্য রাখেন সিএমপি’র অতিঃ পুলিশ কমিশনার আমেনা বেগম, বিপিএম, ডিসি নর্থ বিজয় বসাক, বিপিএম, পিপিএম। মাননীয় পুলিশ কমিশনার ও অতিরিক্ত পুলিশ কমিশনার, ডিসি নর্থ, এডিসি, পাঁচলাইশ জোনের এসি জনগণের উদ্দেশ্যে বলেন এই সেবা বছরের ৩৬৫দিন বাংলাদেশের জনগণ ভোগ করতে পারবে।
প্রেসবিজ্ঞপ্তি