বাংলাদেশ, , মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

সিএইচআরসি’র আয়োজনে ড. জামাল নজরুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকীতে পালিত

  প্রকাশ : ২০১৯-০৩-১৭ ২০:০০:৪৯  

সিএইচআরসি’র আয়োজনে ড. জামাল নজরুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকীতে বক্তারা : “বিজ্ঞানের অগ্রযাত্রা, শিক্ষা বিস্তার ও দেশপ্রেমে ড. জামাল নজরুলের অবদান অপরিসিম”

পরিস্হিতি২৪ডটকম : আন্তর্জাতিক খ্যাতিমান ভৌত বিজ্ঞানী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমিরেটার্স, প্রখ্যাত শিক্ষাবিদ, বুদ্ধিজীবি চট্টল গৌরব প্রফেসর ড. জামাল নজরুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলে ১৬ মার্চ বিকেলে চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র (সিএইচআরসি)’র উদ্যোগে নগরীর কাশফুল রেস্তোরায় অডিটরিয়ামে আলোচনা সভা, পবিত্র খতমে কোরআন, ফাতেহা পাঠ, বিশেষ মুনাজাত ও হযরত গরীব উল্লাহ শাহ (রা) মাজারে জামাল নজরুল ইসলামের কবরে পুষ্পমাল্য অর্পণ করা হয়। চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি সোহেল মো. ফখরুদ-দীনের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাংকার, লেখক ও গবেষক বাবু দুলাল কান্তি বড়ুয়া। বিশিষ্ট সাংবাদিক এ, কে, এম, আবু ইউসুফের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের প্রাক্তন অতিরিক্ত পুলিশ কমিশনার কবি জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রাবন্ধিক সিদ্দিকুল ইসলাম। আলোচনায় অংশনেন অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস কুতুবী, অধ্যক্ষ নুরুল আলম, সাংবাদিক অনুতোষ দত্ত বাবু, অধ্যাপক মাওলানা মোহাম্মদ আনোয়ার, ইতিহাস গবেষক এস.এম ওসমান, মুহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী, মুহাম্মদ মহি উদ্দিন, মুহাম্মদ সালাউদ্দিন, এম সিরাজউদ্দোলা, সাইফুদ্দিন, সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক দিদারুল আলম প্রমুখ। সভায় বক্তারা বলেছেন, ক্ষণজন্মা এই শিক্ষাবিদ চট্টগ্রাম তথা বাংলাদেশের গৌরব। তিনি বিজ্ঞানের অগ্রযাত্রায় সমগ্র পৃথিবীতে আলোচিত ছিলেন। বিজ্ঞান বিষয়ক কর্মকান্ডে সমগ্র পৃথিবীতে বাঙালী জাতিকে সম্মানিত করেছেন ড. জামাল নজরুল ইসলাম। শিক্ষা বিস্তারে অসামান্য অবদান রেখেছেন, দেশপ্রেমের অপরিসীম অবদান তাঁর। চট্টগ্রামের মানুষ বলে তিনি গর্ববোধ করতেন। জামাল নজরুল ইসলামের মত জ্ঞানী শিক্ষাবিদ ও পন্ডিত মানুষ আজকের সমাজে বিরল। চট্টগ্রামের ইতিহাসকে আলোকিত করেছেন তিনি। বক্তারা চট্টগ্রাম নগরীর যেকোন শিক্ষা প্রতিষ্ঠান কিংবা সরকারী স্থাপনা অথবা একটি সড়কের নাম প্রফেসর ড. জামাল নজরুল ইসলামের নামে নাম করণের জন্য দাবী জানান। সভা শেষে তাঁর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন মাওলানা মো: আনোয়ারুল ইসলাম।
প্রেসবিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা