বাংলাদেশ, , মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

সারা আলীকে নিয়ে প্রেম গুঞ্জন !

  প্রকাশ : ২০১৮-১২-২৫ ১৭:১৪:৩৪  

পরিস্হিতি২৪ডটকম : বলিউডে অনেকটা ভাগ্য নিয়ে ক্যারিয়ার শুরু করেছেন নবাব কন্যা সারা আলী খান। মাত্র একটি ছবি মুক্তি পেলেও সেটি দিয়েই বাজিমাৎ করেছেন তিনি। নতুন আরো একটি ছবি মুক্তির অপেক্ষায় আছে। ক্যারিয়ারে এই উঠতি সময়ে প্রেম গুঞ্জন চলছে তাকে নিয়ে।
লাভ আজ কাল সিনেমার সিক্যুয়াল নির্মাণ করতে চলেছেন পরিচালক ইমতিয়াজ। রোমান্টিক কমেডি ধারার ছবিতে ২০০৯ সালে মূল চরিত্রে ছিলেন সাইফ আলি খান ও দীপিকা পাড়ুকোন। সেই সময় ব্লকবাস্টার হিট করে ছবিটি।
নয় বছর পর লাভ আজ কালের সিক্যুয়াল বানানোর সিদ্ধান্ত নিয়েছেন ইমতিয়াজ। শোনা যাচ্ছে ছবিতে মূল চরিত্রে দীপিকার জায়গায় সারার নাম একরকম চূড়ান্ত করে ফেলা হয়েছে। অপরদিকে সাইফ আলি খানের ক্যারেক্টার প্লে করবেন কার্তিক আরিয়ান।
একটি রেডিও সাক্ষাত্কারে সারা কার্তিকের প্রতি নিজের ভালোলাগার কথা খোলাখুলি স্বীকার করে নেন। জানিয়েছিলেন, ডেটিংয়ে গেলে তিনি কার্তিকের সঙ্গে যাবেন। সারার কাছে এই অফার স্বপ্নপূরণের মতো। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কার্তিকের সঙ্গে সারার পরিচয় করিয়ে দেন রণবীর সিং।



ফেইসবুকে আমরা