বাংলাদেশ, , মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

র‌্যাব-৭ চট্টগ্রামে পিকনিকের বাস থেকে ২ লাখ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে

  প্রকাশ : ২০১৯-০২-০৯ ১৭:১৩:২২  

পরিস্হিতি২৪ডটকম : চট্টগ্রামে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব-৭) এর সদস্যরা একটি পিকনিকের বাস থেকে ২ লাখ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে। এসময় পাচারকারী সন্দেহে ছয়জনকে আটক করা হয়েছে।

শনিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে বন্দর নগরীর কর্ণফুলী থানার শাহ আমানত সেতুর ওপরে এ ঘটনা ঘটে। এ সময় আটকদের নাম পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাবের-৭-এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ জানান, কক্সবাজারে পিকনিক শেষে করে বাসটি যশোর যাচ্ছিল। গোপন খবরের ভিত্তিতে নগরীর কর্ণফুলী থানার শাহ আমানত সেতুর ওপরে ওই বাসটিকে থামানো হয়। এরপর সেখানে তল্লাশি চালিয়ে ২ লাখ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় পাচারকারী সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে আটক করা হয়েছে।

তিনি আরো জানান, পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানানো হবে।



ফেইসবুকে আমরা