বাংলাদেশ, , মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

রিজিয়া রহমান চৌধুরীকে সফল নারী সম্মাননা দিলেন ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিল

  প্রকাশ : ২০১৯-০৩-১২ ১৭:২৬:২৮  

পরিস্হিতি২৪ডটকম : ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের উদ্যোগে বিশ্ব নারী দিবস উদযাপন উপলক্ষে ‘‘নারীর জয়ে, বিশ্ব জয়’’ শীর্ষক আলোচনা সভা ও সফল নারী সম্মাননা অনুষ্ঠান নগরীর মোমিন রোডস্থ সুপ্রভাত স্টুডিও হলে গত ৮ মার্চ শুক্রবার সন্ধ্যা ৬টায় সংগঠনের সিনিয়র সহ সভাপতি মো: জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও গর্বিত কন্যা সন্তানের জনক চৌধুরী হাসান মাহমুদ হাসনী। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট আইনজীবি নারীনেত্রী বাসন্তী পালিত। মহতী এ অনুষ্ঠানে সফল নারী সম্মাননায় ভূষিত হন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য আয়েশা আলী ও আল আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরীর গর্বিত মাতা, আলোকিত নারী, রতœগর্ভা মা মিসেস রিজিয়া রহমান চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি ও সংস্কৃতি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু, সাবেক সরকারি কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা নুরুর রহমান চৌধুরী, প্রাক্তন শিক্ষিকা কবি শামসুন্নাহার বেগম, বিজয় ’৭১ এর সভাপতি বিশিষ্ট নাট্যজন সজল চৌধুরী, চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ভোরের ডাক চট্টগ্রাম ব্যুরো প্রধান কিরণ শর্মা, শোভনদন্ডী কলেজের অধ্যক্ষ মো: হামিদ হোসাইন, কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশ, বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল এসোসিয়েশনের সভাপতি ডা: মো: জামাল উদ্দিন, ওস্তাদ মোহনলাল দাশ স্মৃতি সংসদের সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্বপন কুমার দাশ, বাংলাদেশ আওয়ামীলীগের ধর্ম বিষয়ক উপ কমিটির কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম মহানগর ওলামালীগের সাধারণ সম্পাদক মাওলানা রবিউল আলম সিদ্দিকী, খুলশী থানা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এস এম লিয়াকত হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন কবি স্বপন বড়–য়া, প্রকৌশলী টি কে শিকদার, ব্যাংকার সবুজ কান্তি বড়–য়া, গীতিকার ইমরান ফারুকী, সংগঠক মো: হুমায়ুন কবির, এসএম কামরুল আলম, মো: ওসমান শিকদার, নোমান বিন খুরশীদ, গোলাম রহমান, মো: শহীদুর ইসলাম, সংগঠক সুমন চৌধুরী, নারী নেত্রী দৌলতুন্নেসা, মাসুমা কামাল আঁখি, শাহিনা আক্তার, তন্দ্রা দাশগুপ্তা, সাহেদা নাসরিন, সৈয়দা শাহানা আরা বেগম, শায়লা ফেরদৌস, কবি জান্নাতুল ফেরদৌস সোনিয়া, জাহেদা বেগম পারভীন, ইমরান সোহেল, মাহমুদুল হাসান, আব্দুল্লাহ আল মুরাদ, ফরিদুজ্জামান মিশু, আসিফ ইকবাল, মো: বেলাল হোসেন, মো: জাহাঙ্গীর আলম, মো: ফিরোজ আহমেদ, মো: ছবির, মো: নুরুল আমিন, মো: বেলাল হোসেন লিটন, মো: কামাল হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি চৌধুরী হাসান মাহমুদ হাসনী ও প্রধান বক্তা এডভোকেট বাসন্তী পালিত সফল নারী রতœগর্ভা মা রিজিয়া রহমান চৌধুরীর হাতে সম্মাননা ক্রেস্ট, উত্তরীয় ও মানপত্র তুলে দেন।
প্রেসবিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা