বাংলাদেশ, , বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

রাষ্ট্রপতি সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন শেখ হাসিনাকে

  প্রকাশ : ২০১৯-০১-০৩ ১৮:৫৬:৩৬  

পরিস্হিতি২৪ডটকম : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় বঙ্গভবনে প্রবেশ করেন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটাই প্রথম সাক্ষাৎ। এসময় শেখ হাসিনাকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ তথ্য জানিয়েছেন।

সকালে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। বেলা সোয়া ১১টায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন তাদের শপথবাক্য পাঠ করান।

নবনির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে ২৮৯ জন শপথ নিয়েছেন। আজ শপথ নেননি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। শপথ নেয়া থেকে বিরত রয়েছেন জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির সাতজন।



ফেইসবুকে আমরা