পরিস্হিতি২৪ডটকম : চন্দনাইশ উপজেলার রাউলিবাগ বায়তুল আমান এবতেদায়ি মাদরাসায় উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে পাঠ্যবই বিতরণ অনুষ্ঠান ১ জানুয়ারি ২০১৯ অনুষ্ঠিত হয়। পাঠ্যবই উৎসব ২০১৯ পহেলা জানুয়ারি সম্পন্ন হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরমা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি শিক্ষানুরাগী আলহাজ্ব আবদুস সবুর সওদাগর। প্রধান বক্তা ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি ও বরমা ত্রাহিমেনকা উচ্চ বিদ্যালয়ের একমেয়াদের দাতা সৈয়দ শিবলী ছাদেক কফিল। স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক মাওলানা মুহাম্মদ দিদারুল আলম। বিশেষ অতিথি ছিলেন কমিটির সহ-সভাপতি শিক্ষানুরাগী মোঃ আবু তাহের ও বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ নুর হোসেন, বিশিষ্ট সমাজসেবক সোনা মিয়া সওদাগর। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক সারাবান তাহুরা, হাফেজ মোহাম্মদ হামিদূল ইসলাম, মরতুজা বগেম, মাইমুনা আকতার, হাফেজ মোহাম্মদ রিফাত প্রমুখ।
সভায় বক্তারা বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। মানসম্মত শিক্ষাই জাতিকে এগিয়ে নিয়ে যাবে। এরই লক্ষ্যে আধুনিক ও দ্বীনি শিক্ষার জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রাউলিবাগ বায়তুল আমান এবতেদায়ি মাদরাসা প্রতিষ্ঠা করা হয়েছে। আলোকিত জাতি ও মানব সম্পদ তৈরি করতে এ প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ অনুষ্ঠানে মিলাদ ও দোয়া মাহফিল এবং মোনাজাত পরিচালনা করেন তত্বাবধায়ক মাওলানা মুহাম্মদ দিদারুল আলম।
প্রেস বিজ্ঞপ্তি