বাংলাদেশ, , মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

যারা বঙ্গবন্ধুর ভাষণ নিষিদ্ধ করেছিলেন তারা ধীরে ধীরে আস্তাকুড়ে নিক্ষিপ্ত হচ্ছে : প্রধানমন্ত্রী

  প্রকাশ : ২০১৯-০৩-০৭ ২০:০৬:১৫  

পরিস্হিতি২৪ডটকম : বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পাক হানাদারদের পছন্দ ছিল না বলেই জাতির পিতা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ নিষিদ্ধ করেছিলেন জিয়াউর রহমান।
প্রধানমন্ত্রী বলেন, পরবর্তীতে মিলিটারি ডিক্টেটররা একই পদাঙ্ক অনুসরণ করে। যারা বঙ্গবন্ধুর ভাষণ নিষিদ্ধ করেছিলেন তারা ধীরে ধীরে আস্তাকুড়ে নিক্ষিপ্ত হচ্ছে।
১৯৭১ সালের বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ আজ সারা বিশ্বে অতীব তাৎপর্যপূর্ণ একটি ঐতিহাসিক প্রামাণিক দলিল হিসেবে পরিগণিত। এই ভাষণকে ২০১৭ সালের অক্টোবর মাসে ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড’ এর স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভা এক ঘোষণায় এ কথা জানান।

বিশ্ব ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ ঘটনার একটি আন্তর্জাতিক তালিকাই মূলত ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড’। এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন অংশের ঘটনার সংরক্ষণ ও সবার কাছে পৌঁছানোর চেষ্টা করে ইউনেস্কো। এই তালিকায় ঠাঁই পেতে হলে পর্যাপ্ত গ্রহণযোগ্যতা ও ঐতিহাসিকভাবে প্রভাব থাকতে হয়।



ফেইসবুকে আমরা