পরিস্হিতি২৪ডটকম : মিসরে ১৪ জনকে গুলি করে হত্যার কথা জানিয়েছে দেশটির পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, উত্তর সিনাইয়ের আল-আরিশে সন্ত্রাসী হামলার পরিকল্পনাকালে তাদেরকে হত্যা করা হয়েছে। তবে নিরপেক্ষ সূত্রে মন্ত্রণালয়ের এমন দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি। খবর তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু ও মিসরের আল-আহরামের।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়, জাতীয় নিরাপত্তা সংস্থার গোয়েন্দা তথ্য অনুযায়ী বাড়িটিতে অভিযান চালায় পুলিশ। বাড়িটি সন্ত্রাসীদের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছিলো।
আল-আহরাম জানায়, প্রথম অভিযানে ঘটনাস্থলে ৮ জন মারা যায়। দ্বিতীয়বার গুলি চালালে পালিয়ে যাওয়ার সময় নিহত হয় বাকি ৬ জন।
ঘটনাস্থল থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধারেরও দাবি করেছে মিসরের পুলিশ। তাদের দাবি, বাড়িটিতে বসেই মিসরের পুলিশ ও সশস্ত্রবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা করছিলো সন্ত্রাসীরা।
আনাদোলু জানায়, ২০১৩ সালের মাঝামাঝি সময়ে মিশরের প্রথম অবাধ নির্বাচনে জয়ী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সেনা অভ্যুত্থানে উৎখাতের পর থেকেই সিনাই উপদ্বীপে উগ্রপন্থা বেড়েছে।
All right reserved poristhiti24.com 2018-2022.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত ও পরিস্থিতি২৪ডটকম লিমিটেড (রেজি. নং-১২৮৯৩১) দ্বারা পরিচালিত ।