বাংলাদেশ, , মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

মাইগাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাষা দিবস পালন

  প্রকাশ : ২০১৯-০২-২৩ ১৬:৩৪:৩২  

পরিস্হিতি২৪ডটকম : মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নস্থ মাইগাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২১ ফেব্রুয়ারি বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, আলোকচিত্র প্রদর্শনী, বুকলেট বিতরণ ইত্যাদি। এসএমসি সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন রাউলিবাগ বায়তুল আমান ইবতেদায়ি মাদরাসার সহ-সভাপতি সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য রূপসী দত্ত, প্রধান শিক্ষক (চ.দ) নিগাত সুলতানা, সহকারি শিক্ষক যথাক্রমে মফিজুল আলম, সৈয়দা সীফায়েত শারমিন, সুপ্তা চৌধুরী, শম্পা তালুকদার ও শিবু সুলতানা। পরে শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়।



ফেইসবুকে আমরা