বাংলাদেশ, , বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪

মহেশখালীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সদস্য নিহত

  প্রকাশ : ২০১৯-০১-২৪ ১২:৫০:৫৭  

পরিস্হিতি২৪ডটকম : কক্সবাজারের মহেশখালীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হেলাল উদ্দিন (৩০) নামে এক ডাকাত সদস্য নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের শামলাপুর ঢালায় এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি নিহত যুবক এলাকার শীর্ষ ডাকাত। এ ঘটনায় পুলিশের এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। হেলাল উদ্দিন উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের হংসু মিয়াজিপাড়া এলাকার জাকির হোসেনের ছেলে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, ‘ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে শামলাপুর ঢালায় অভিযানে যায় পুলিশ। অভিযানের বিষয়টি টের পেয়ে ডাকাত সদস্যরা গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ডাকাত সদস্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে হেলালের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।’



ফেইসবুকে আমরা