বাংলাদেশ, , বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

মরহুমা হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা ২০১৮ ফলাফল প্রকাশ

  প্রকাশ : ২০১৮-১২-২২ ০৪:১৮:৩৮  

পরিস্হিতি২৪ডটকম : নগরীর চান্দগাঁওস্থ হাজী মোস্তফা বেগম ফাউন্ডেশনের কার্যালয়ে মরহুমা হাজী মোস্তফা স্মৃতি বৃত্তি পরীক্ষা ২০১৮ এর ফলাফল আজ (২২শে ডিসেম্বর) শনিবার সকাল ১০.০০ ঘটিকায় ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসেন মুরাদের সভাপতিত্বে প্রকাশিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের মহাসচিব রাজিব দত্ত, বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটি (বাপউস) এর চেয়ারম্যান এ,কে, এম আবু ইউসুফ, সংগঠনের ভাইস চেযারম্যান ফারজানা নাসরিন, উপাধ্যক্ষ আবুল কাশেম, শিক্ষক আলী আক্কাস, মোহাম্মদ রানা হোসেন, মোহাম্মদ ইদ্রিস, জিটন গুপ্ত, মুমু দত্ত, সাবরিনা নাসরিন রিপা, মৌ দত্ত প্রমুখ। হামিদিয়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় ও সাজেদা আইডিয়াল স্কুল এন্ড কলেজ এ দুইটি কেন্দ্রের ফলাফল আলাদা আলাদা ভাবে প্রকাশ করা হয়। উল্লেখ্য যে, উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ফাউন্ডেশনের পক্ষ থেকে পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।

সাজেদা আইডিয়াল স্কুল এন্ড কলেজ :
জিনিয়াস প্লাস :২০১৮,৫০১৭, ৩০০৯। জিনিয়াস : ২০১১,৫০১৬,৫০১৮,৭০০৪,৯০০৪, ১০১৩,৪০০৭,৪০৩৮,৪০৩৬,৪০২১,৪০০৮,৪০১৬,৪০৪৬,৩০৪২।

ট্যালেন্ট : ২০১২,২০২১,২০১৩,২০৪৩,২০২০,২০২৫,৫০১১,৫০০৩,৫০১৩,৫০০৭, ৬০০২, ৭০০১, ৭০০২, ১০০২,১০২৯,৩০৪১,৩০৪৫,৯০০৬।

জেনারেল : ২০১৬,২০২৩,২০১৯, ৫০০৯,৫০১০,৫০০৬,৫০০৫, ৫০১২,৫০০৮,৫০১৪,৫০০২,

৬০০১, ১০২৪,১০০৩,১০১৮,১০৩৪,৩০৩২,৩০৪৩,৩০০৬,৩০২১,৩০৩৭,৩০০৮,৩০০৪, ৩০৩০,

৩০৩৯,৩০৬৩,৩০১৭,১০০৬,১০১১,১০১২,১০২০,১০২৮,৯০০১।

হামিদিয়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় :
জিনিয়াস প্লাস : ২০৭৬,৩০১০,৫০১১,১০৫৬,৪০১৮।

জিনিয়াস : ৬০০৯,২০৭২,৩০১২,৫০২২,৫০৩৪,৫০৪৯, ১০৫৯,৪০০১।

ট্যালেন্ট : ৭০০৩,৬০১৯,৬০২২,৬০৩৪,২০৪২,২০৭০,৩০৪৪,৩০২২,৩০৬৩,৩০৩০,৩০১৩,
৩০০৫,৫০২০,৫০৬০,৫০১০,৫০৫৯,৫০৬৭,৫০৫৪,৫০৪৭,৫০০১,৫০৪১,৫০৪২,৫০৪৮,৮০৪৭,৮০২৬,
৮০২৭,১০০০১,১০৫০,১০৫৪,৪০২২,৪০২৬,৪০৬৫,৪০৬৪,৪০৫৭,৪০০৪,৪০৫৮,৪০৭৬।
জেনারেল :৭০০১,৭০২৭,৭০১৬, ২০৪১,২০০২,৩০৬৪ ,৩০০৮,৩০২৩,৩০২৬,৩০৬১, ৩০০৪,৩০৬২ , ৩০২৪,৩০৫৮,৩০২৭,৩০৪৭,৩০০৩,৫০১৮,৫০২৮,৫০০২,৫০৩৩,৫০০৬,৫০৬৬,৫০০৩,৫০১৪,৫০০৫,

৫০০৪,৫০৫৮,৫০৫৭,৫০৪৩,৫০৪০,৫০২৩,৩০০৭,৩০৩৬,৩০০৯,৮০০৯,৮০১০,৮০১১,৮০১২,৮০৩৩,

৮০৩৪, ৯০০৮,৯০১৮,৯০০২, ৯০১৭,৯০০৯,৯০০৬,৯০১৬, ৯০১১,৯০১৩,৯০১৯,৯০০১, ১০০১৬, ১০০০২, ১০০১৪,১০০১১,১০০১২,১০০১৭,১০০০৭,১০০০৬,১০৪৫,৪০৬৬,৪০৪৮,৪০৫৬,৪০৫৫,৪০৭৭, ৪০৬২,২০৫৭,২০৬৭,২০৫১,২০৭৫,২০২৪,৬০৩৬,৬০১৬,৬০১৭,৬০২৪,৬০২৭,৪০২৮,৪০২৯,৮০৩৯।



ফেইসবুকে আমরা