বাংলাদেশ, , বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

ভিক্ষাবৃত্তিরোধে চন্দনাইশে সমাজসেবার পুনর্বাসন কার্যক্রম

  প্রকাশ : ২০২৩-০৮-২৫ ২০:৫০:৫৮  

পরিস্থিতি২৪ডটকম : ভিক্ষাবৃত্তি নিরসন ও নিরুৎসাহিত করণে সমাজসেবা অধিদপ্তর বাস্তবায়িত ভিক্ষাবৃত্তি নিরসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় চন্দনাইশ উপজেলায় দুইজন ভিক্ষুককে পুনর্বাসন করা হয়েছে। কাঞ্চনাবাদ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা মোহনা বেগম এবং জোয়ারা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা নুরুল আলমকে ভিক্ষাবৃত্তিতে আর জড়িত না হওয়ার শর্তে দোকান ঘর নিমার্ণ করে দেয়া হয়। ২৪ আগস্ট ২০২৩ বৃহষ্পতিবার চন্দনাইশ উপজেলা সমাজসেবা কার্যালয় প্রদত্ত এ দোকানঘর উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জব্বার চৌধুরী। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান বিশেষ অতিথি ছিলেন মাওলানা সোলাইমান ফারুকী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার রাসেল চৌধুরী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর একটি বিশেষ উদ্যোগ ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রম। সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে দেশের সকল ভিক্ষুককে পুনর্বাসনের মাধ্যমে দেশকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করে উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার। যাতে স্মার্ট বাংলাদেশ বিনির্মান হবে।
এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা