পরিস্হিতি২৪ডটকম : ব্রাজিলে একাধিক সন্ত্রাসী গ্রুপের নেতৃত্বে ব্যাপক সহিংসতা জেরে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। কারাগারে কঠোরতা আরোপের প্রতিবাদে এক সপ্তাহ ধরে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় ফোর্তালেজা শহরে সহিংসতা চালাচ্ছে একাধিক সন্ত্রাসী গ্যাং। বিবিসি।
রবিবার ব্রাজিলের বিচার মন্ত্রণালয়ের জানায়, ফোর্তালেজায় প্রায় ৩০০ সৈন্য মোতায়েন করা হয়েছে। সৈন্যরা সহিংসতা থামাতে সর্বত্র টহল দেবে। শহরটির বেশিরভাগ দোকান, ব্যাংক হামলার শিকার হয়েছে। বাদ যায়নি যানবাহনও।
ব্রাজিলের বেশিরভাগ কারাগারগুলো সন্ত্রাসী গ্যাংয়ের নিয়ন্ত্রণে। সম্প্রতি কর্তৃপক্ষ ঘোষণা দিয়ে কারাগারে মোবাইল ফোনের নেটওয়ার্ক বন্ধ করে দেয়। এরপরই সহিংসতা শুরু হয়।
কারাগারে গ্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্টতার ভিত্তিতে অপরাধীদের স্থান নির্বাচনের নীতিও পরিবর্তন করা হয়েছে।
বিবিসি জানায়, ‘ব্রাজিলের ট্রাম্প’ নামে পরিচিত নতুন প্রেসিডেন্ট জেইর বোলসোনারের শপথ নেয়ার কয়েকদিন পরই দেশটিতে সেনা মোতায়েনের ঘটনা ঘটলো। ব্রাজিলজুড়ে চলা লাগামহীন সন্ত্রাস প্রতিরোধ করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছেন বোলসোনারো।
All right reserved poristhiti24.com 2018-2022.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত ও পরিস্থিতি২৪ডটকম লিমিটেড (রেজি. নং-১২৮৯৩১) দ্বারা পরিচালিত ।