বাংলাদেশ, , বুধবার, ৯ অক্টোবর ২০২৪

ব্যারিস্টার মওদুদকে সিঙ্গাপুর নেয়া হলো

  প্রকাশ : ২০১৯-০৫-০৯ ১৩:৩৭:২৯  

পরিস্হিতি২৪ডটকম : উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে সিঙ্গাপুর নেয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে তাকে সিঙ্গাপুর নেয়া হয়।

মওদুদ আহমদের ব্যক্তিগত সহকারী মো. মমিনুর রহমান সুজন জানিয়েছে,ব্যারিস্টার মওদুদ আহমদকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হবে। মওদুদ আহমদের সঙ্গে তার স্ত্রীর গিয়েছেন।

গত ৫ মে দুপুরে সুপ্রিম কোর্টের চেম্বারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ব্যারিস্টার মওদুদ। পরে তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ছিলেন তিনি।



ফেইসবুকে আমরা