বাংলাদেশ, , মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

  প্রকাশ : ২০১৯-০৫-২২ ১১:৩১:৩৬  

পরিস্হিতি২৪ডটকম : চট্টগ্রামের বৃহত্তর পেশাজীবী সংগঠন বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল এসোসিয়েশনের উদ্যোগে গতকাল ২১ মে বিকাল ৫ টায় নগরীর মোমিন রোড়স্থ সুপ্রভাত ষ্টুডিও হলে ইফতার ও দোয়া মাহফিল সংগঠনের সীতাকুন্ড,মীরসরাই ও বারইয়ারহাট ইউনিটের আহ্ববায়ক আলহাজ্ব নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম প্রাথমিক দন্ত চিকিৎসক কল্যান সমবায় সমিতি লি:’র সভাপতি, জাতীয় মানবাধিকার ইউনিটি চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট কলামিষ্ট ডা: মো: জামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের সহ-সভাপতি মো: জসিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমান,বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটি(বাপউস)’র নির্বাহী পরিচালক এ.কে এম আবু ইউসুফ,চট্টগ্রাম সাতাঁর ক্লাবের সাধারণ সম্পাদক ওসমান জাহাঙ্গীর,সংগঠনের ডবলমুরিং,বন্দর ও ইপিজেড ইউনিটের আহ্বায়ক রুবেল চন্দ্র ধর,বায়েজিদ,চান্দগাঁও ও বোয়ালখালী ইউনিটের আহবায়ক মনির আজাদ, হাটহাজারী সমাচার পত্রিকার সম্পাদক কে,এম ইউছুপ ও জাতীয় মানবাধিকার ইউনিটি চট্টগ্রাম মহানগর শাখার সহকারী পরিদর্শক আবদুর রাজ্জাক।
সভায় বক্তারা বলেন,মাহে রমজানের মহাত্ম ও তাৎপর্য অনুসরন করে খোদা প্রাপ্তির নৈকঠ্য লাভে ইবাদত বন্দেগীতে মশগুল হয়ে একাকার হওয়ার নামই মাহে রমজান।সংযম ও আত্নশুদ্ধি এই পবিত্র রমজানে অপরিহার্য অংশ। সংগঠনের সাধারণ সম্পাদক সাজিব বড়ুয়া সাজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন,মিলন বারিকদার,নোমান উল্লাহ বাহার,পুলক বড়ুয়া, মাছুমা কামাল আঁখি,সুজন গাইন,বিপ্লব চক্রবর্ত্তী,আনিছুর রহমান ফরহাদ,আবদুল্লাহ আল মুরাদ, মো: জিয়াউল হক সোহাগ,প্রদিপ নন্দি,সাইফুল ইসলাম,রাজিব চক্রবর্ত্তী,ইমরান সোহেল,মো: নাছির উদ্দিন,মো: হারুন উর রশিদ,মো: গোলাম রহমান প্রমুখ।
প্রেসবিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা