পরিস্হিতি২৪ডটকম : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর মাঠে গড়াবে ৫ জানুয়ারি। ইতোমধ্যে সব আয়োজন শেষ হয়ে গেছে। অনুশীলনেও নেমে গেছে অংশগ্রহণকারী ৭টি দল।
এবার টিকিট কিনে খেলা দেখার পালা। টিকিটের সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে শুরু হবে বিপিএলের টিকিট বিক্রি। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
টিকিট বিক্রি হবে মিরপুর ইনডোর স্টেডিয়াম ও শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ১ নম্বর গেটের পার্শ্ববর্তী বুথে।
ছাদবিহীন সাধারণ গ্যালারির টিকিট দাম রাখা হয়েছে ২০০ টাকা। ছাদযুক্ত গ্যালারির টিকিটের মূল্য ৩০০ টাকা। ক্লাব হাউস ও ভিআইপি গ্যালারিতে বসে খেলা দেখতে গুণতে হবে ৫০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডে খেলোয়াড়দের কাচ থেকে দেখার সুযোগ পেতে দরকার হবে ২ হাজার টাকা দামের টিকিট।
এবার বিপিএল অনুষ্ঠিত হবে তিন ভেন্যুতে। ৫- ১৩ জানুয়ারি প্রথম পর্ব মিরপুরে, ১৫-১৯ জানুয়ারি দ্বিতীয় পর্ব সিলেটে, ২১-২৩ জানুয়ারি তৃতীয় পর্ব মিরপুরে, ২৫-৩০ জানুয়ারি চতুর্থ পর্ব চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের বাকি সব ম্যাচ মিরপুরে অনুষ্ঠিত হবে।
All right reserved poristhiti24.com 2018-2022.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত ও পরিস্থিতি২৪ডটকম লিমিটেড (রেজি. নং-১২৮৯৩১) দ্বারা পরিচালিত ।